কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
প্রধানমন্ত্রীর আসন্ন মালদ্বীপ সফর কেন্দ্র করে গতকাল রোববার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি জানান, ২২ থেকে ২৩ ডিসেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) মালদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সম্পর্কের উত্তরোত্তর উন্নতি এবং পারস্পরিক কল্যাণ নিশ্চিতকরণের জন্য দুই দেশই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২২ ডিসেম্বর বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী মালদ্বীপের রাজধানী মালেতে অবতরণ করবেন এবং বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাবেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। এ সময় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর প্রেসিডেনশিয়াল প্রাসাদে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের রাষ্ট্রপতির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ এবং যুব ও ক্রীড়া বিষয়ে সমঝোতা স্মারক সই হবে। সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের উপরাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর মালদ্বীপের পার্লামেন্টে বক্তব্য রাখার কথা রয়েছে। এ ছাড়া তিনি মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও ভার্চুয়ালি কুশল বিনিময় করবেন।
এ কে আব্দুল মোমেন বলেন, মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ১৩টি সামরিক যান উপহার দেবে। প্রধানমন্ত্রীর এ সফরে তা মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের কাছে হস্তান্তর করা হবে। আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের মধ্যে একটি যৌথ বিবৃতি প্রকাশিত হবে। ২৩ ডিসেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রী তাঁর সম্মানে মালদ্বীপের প্রেসিডেন্টের আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।
দুই দেশের সাজাপ্রাপ্ত আসামি বিনিময় নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষের কাজ শেষ, মালদ্বীপ কাজ শেষ করতে পারেনি।’ দুই দেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে তিনি বলেন, করোনার কারণে এ চুক্তির বিশেষ অগ্রগতি হয়নি। দুই দেশের যোগাযোগ নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইতিমধ্যে ফ্লাইট চালু হয়েছে। বাংলাদেশ থেকে ইউএস-বাংলা এয়ারলাইনস সেখানে যাচ্ছে। বিমান শিগগিরই ফ্লাইট চালু করবে। দুই দেশের জাহাজ চলাচল চুক্তি নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় কাজ করছে, শিগগিরই চুক্তি হয়ে যাবে।
এদিকে বাংলাদেশে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) উপস্থিতি নিয়ে বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত টম এনড্রুসের উদ্বেগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরসার উপস্থিতি সম্পর্কে এখনো সরকার নিশ্চিত নয়। তিনি বলেন, রোহিঙ্গা শিবিরের নিরাপত্তা সরকারের অগ্রাধিকার। এ জন্য পুরো শিবিরে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। তবে এতে আন্তর্জাতিক সম্প্রদায় আপত্তি করছে।
পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনের আগে গতকাল রাজধানীর একটি হোটেলে টম এনড্রুস বলেন, ‘রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে আরসার কর্মকাণ্ডের বিষয়টি জেনেছি। এটা উদ্বেগের এবং এ বিষয়টি বাংলাদেশ সরকারকে জানিয়েছি। জাতিসংঘকেও আনুষ্ঠানিকভাবে জানানো হবে। রোহিঙ্গা ক্যাম্পে আরসা সক্রিয়।’
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
প্রধানমন্ত্রীর আসন্ন মালদ্বীপ সফর কেন্দ্র করে গতকাল রোববার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি জানান, ২২ থেকে ২৩ ডিসেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) মালদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সম্পর্কের উত্তরোত্তর উন্নতি এবং পারস্পরিক কল্যাণ নিশ্চিতকরণের জন্য দুই দেশই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২২ ডিসেম্বর বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী মালদ্বীপের রাজধানী মালেতে অবতরণ করবেন এবং বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাবেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। এ সময় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর প্রেসিডেনশিয়াল প্রাসাদে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের রাষ্ট্রপতির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ এবং যুব ও ক্রীড়া বিষয়ে সমঝোতা স্মারক সই হবে। সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের উপরাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর মালদ্বীপের পার্লামেন্টে বক্তব্য রাখার কথা রয়েছে। এ ছাড়া তিনি মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও ভার্চুয়ালি কুশল বিনিময় করবেন।
এ কে আব্দুল মোমেন বলেন, মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ১৩টি সামরিক যান উপহার দেবে। প্রধানমন্ত্রীর এ সফরে তা মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের কাছে হস্তান্তর করা হবে। আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের মধ্যে একটি যৌথ বিবৃতি প্রকাশিত হবে। ২৩ ডিসেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রী তাঁর সম্মানে মালদ্বীপের প্রেসিডেন্টের আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।
দুই দেশের সাজাপ্রাপ্ত আসামি বিনিময় নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষের কাজ শেষ, মালদ্বীপ কাজ শেষ করতে পারেনি।’ দুই দেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে তিনি বলেন, করোনার কারণে এ চুক্তির বিশেষ অগ্রগতি হয়নি। দুই দেশের যোগাযোগ নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইতিমধ্যে ফ্লাইট চালু হয়েছে। বাংলাদেশ থেকে ইউএস-বাংলা এয়ারলাইনস সেখানে যাচ্ছে। বিমান শিগগিরই ফ্লাইট চালু করবে। দুই দেশের জাহাজ চলাচল চুক্তি নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় কাজ করছে, শিগগিরই চুক্তি হয়ে যাবে।
এদিকে বাংলাদেশে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) উপস্থিতি নিয়ে বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত টম এনড্রুসের উদ্বেগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরসার উপস্থিতি সম্পর্কে এখনো সরকার নিশ্চিত নয়। তিনি বলেন, রোহিঙ্গা শিবিরের নিরাপত্তা সরকারের অগ্রাধিকার। এ জন্য পুরো শিবিরে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। তবে এতে আন্তর্জাতিক সম্প্রদায় আপত্তি করছে।
পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনের আগে গতকাল রাজধানীর একটি হোটেলে টম এনড্রুস বলেন, ‘রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে আরসার কর্মকাণ্ডের বিষয়টি জেনেছি। এটা উদ্বেগের এবং এ বিষয়টি বাংলাদেশ সরকারকে জানিয়েছি। জাতিসংঘকেও আনুষ্ঠানিকভাবে জানানো হবে। রোহিঙ্গা ক্যাম্পে আরসা সক্রিয়।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪