নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত ডিসেম্বরে বেশ অসুস্থ ছিলেন রাজশাহীর মেয়ে জান্নাতুল মৌ। ওই সময়টাতেই চলছিল ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া। টানাটানির সংসারে চিকিৎসা খরচ এবং বিসিএসের আবেদন—দুটোর টাকা একসঙ্গে জোগাড় করা সম্ভব ছিল না তাঁর। এ কারণে ডাক্তার দেখাতে যে টাকাটা আলাদা করে রেখেছিলেন জান্নাতুল, সেটা দিয়েই বিসিএসের আবেদন করেন। সেই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল গতকাল শুক্রবার। কিন্তু পরীক্ষায় বসতে পারলেন না জান্নাতুল। কারণ, একই দিনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাও হয়েছে। সেই পরীক্ষায় অংশ নিতে তিনি বিসিএস বাদ দিয়েছেন। বিসিএসের কেন্দ্র ছিল রাজশাহীতে, আর অন্যটির ঢাকায়।
জান্নাতুল আজকের পত্রিকাকে বলেন, ‘ডাক্তার না দেখিয়ে বিসিএসে আবেদন করেছিলাম, সেই পরীক্ষা দিতে পারলাম না। এর চেয়ে কষ্ট আর কী থাকতে পারে।’ তিনি জানান, বিসিএস পরীক্ষায় প্রতিযোগিতা বেশি থাকায় তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হিসাবরক্ষক পদের পরীক্ষাটিতে অংশ নিয়েছেন। কারণ, তাঁর একটা চাকরি দরকার। বিসিএসের চেয়ে শিক্ষা প্রকৌশলের চাকরিটা পাওয়া তুলনামূলক সহজ হবে বলে তাঁর ধারণা।
জান্নাতুলের মতো বহু চাকরিপ্রার্থী আবেদন করেও গতকাল এক বা একাধিক পরীক্ষা ছেড়ে দিয়েছেন। কারণ, বিসিএসের প্রিলির দিনে গতকাল আরও ১৬টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সকালে অনুষ্ঠিত হয় নয়টি এবং বিকেলে আটটি।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ৪৩তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ২৬০ জন গতকাল পরীক্ষা দিতে আসেননি। বিসিএসে সংখ্যার হিসাবে সর্বোচ্চ অনুপস্থিতির রেকর্ড এটি। এর আগে ৪১তম বিসিএসে অনুপস্থিত ছিলেন ৯৯ হাজার ৬০৬ জন প্রার্থী। ৪০তম বিসিএসে অনুপস্থিত ছিলেন ৮৩ হাজার ৪৩৮ জন। বিসিএসের সঙ্গে একই দিনে আরও ১৬টি নিয়োগ পরীক্ষা থাকার কারণেই এবারের প্রিলিতে অনুপস্থিতির সংখ্যা বেশি বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা।
তবে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বললেন, ‘বিসিএস সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা। এই পরীক্ষা বাদ দিয়ে প্রার্থীরা অন্য পরীক্ষায় অংশ নিয়েছেন বলে আমি মনে করি না। অনেকেই আছেন প্রস্তুতি ভালো না থাকায় পরীক্ষা দেন না। এ জন্য অনেকেই অনুপস্থিত থাকতে পারেন।’
গতকাল সকাল ১০টায় দেশের আটটি বিভাগের কেন্দ্রগুলোতে একযোগে শুরু হয় ৪৩তম বিসিএসের প্রিলি। চলে দুপুর ১২টা পর্যন্ত। বিসিএসের সঙ্গে একই দিনে পরীক্ষা হওয়ায় চাকরিপ্রত্যাশীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। নারায়ণগঞ্জ থেকে পরীক্ষা দিতে আসা জুয়েল রানা নামের এক প্রার্থী বলেন, ‘সকালে বিসিএসের প্রিলি দিয়েছি। বিকেলে অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষা। সকালে কেন্দ্র ছিল ঢাকার মিরপুরে, বিকেলে আজিমপুরের ইডেন কলেজে। পরীক্ষার জন্য জ্যাম ঠেইলা দৌড়াদৌড়ি করতে করতে সব এনার্জি শেষ। পড়ব কখন।’
রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং তিতুমীর কলেজের কেন্দ্র পরিদর্শন করেন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন। এ সময় তিনি গণমাধ্যমকে জানান, ‘একই সময়ে একাধিক পরীক্ষা যেন না হয় সে জন্য সমন্বয়ের মাধ্যমে পরীক্ষা নিতে হবে। আমরা শুধু পিএসসির পরীক্ষাগুলোই দেখতে পারি। অন্য পরীক্ষার সূচি নির্ধারণ আমাদের কাজ নয়।’
৪৪তম বিসিএস থেকে এক বছরের মধ্যে প্রিলি, লিখিত ও মৌখিক শেষ করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পিএসসি চেয়ারম্যান।
গত ডিসেম্বরে বেশ অসুস্থ ছিলেন রাজশাহীর মেয়ে জান্নাতুল মৌ। ওই সময়টাতেই চলছিল ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া। টানাটানির সংসারে চিকিৎসা খরচ এবং বিসিএসের আবেদন—দুটোর টাকা একসঙ্গে জোগাড় করা সম্ভব ছিল না তাঁর। এ কারণে ডাক্তার দেখাতে যে টাকাটা আলাদা করে রেখেছিলেন জান্নাতুল, সেটা দিয়েই বিসিএসের আবেদন করেন। সেই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল গতকাল শুক্রবার। কিন্তু পরীক্ষায় বসতে পারলেন না জান্নাতুল। কারণ, একই দিনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাও হয়েছে। সেই পরীক্ষায় অংশ নিতে তিনি বিসিএস বাদ দিয়েছেন। বিসিএসের কেন্দ্র ছিল রাজশাহীতে, আর অন্যটির ঢাকায়।
জান্নাতুল আজকের পত্রিকাকে বলেন, ‘ডাক্তার না দেখিয়ে বিসিএসে আবেদন করেছিলাম, সেই পরীক্ষা দিতে পারলাম না। এর চেয়ে কষ্ট আর কী থাকতে পারে।’ তিনি জানান, বিসিএস পরীক্ষায় প্রতিযোগিতা বেশি থাকায় তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হিসাবরক্ষক পদের পরীক্ষাটিতে অংশ নিয়েছেন। কারণ, তাঁর একটা চাকরি দরকার। বিসিএসের চেয়ে শিক্ষা প্রকৌশলের চাকরিটা পাওয়া তুলনামূলক সহজ হবে বলে তাঁর ধারণা।
জান্নাতুলের মতো বহু চাকরিপ্রার্থী আবেদন করেও গতকাল এক বা একাধিক পরীক্ষা ছেড়ে দিয়েছেন। কারণ, বিসিএসের প্রিলির দিনে গতকাল আরও ১৬টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সকালে অনুষ্ঠিত হয় নয়টি এবং বিকেলে আটটি।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ৪৩তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ২৬০ জন গতকাল পরীক্ষা দিতে আসেননি। বিসিএসে সংখ্যার হিসাবে সর্বোচ্চ অনুপস্থিতির রেকর্ড এটি। এর আগে ৪১তম বিসিএসে অনুপস্থিত ছিলেন ৯৯ হাজার ৬০৬ জন প্রার্থী। ৪০তম বিসিএসে অনুপস্থিত ছিলেন ৮৩ হাজার ৪৩৮ জন। বিসিএসের সঙ্গে একই দিনে আরও ১৬টি নিয়োগ পরীক্ষা থাকার কারণেই এবারের প্রিলিতে অনুপস্থিতির সংখ্যা বেশি বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা।
তবে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বললেন, ‘বিসিএস সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা। এই পরীক্ষা বাদ দিয়ে প্রার্থীরা অন্য পরীক্ষায় অংশ নিয়েছেন বলে আমি মনে করি না। অনেকেই আছেন প্রস্তুতি ভালো না থাকায় পরীক্ষা দেন না। এ জন্য অনেকেই অনুপস্থিত থাকতে পারেন।’
গতকাল সকাল ১০টায় দেশের আটটি বিভাগের কেন্দ্রগুলোতে একযোগে শুরু হয় ৪৩তম বিসিএসের প্রিলি। চলে দুপুর ১২টা পর্যন্ত। বিসিএসের সঙ্গে একই দিনে পরীক্ষা হওয়ায় চাকরিপ্রত্যাশীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। নারায়ণগঞ্জ থেকে পরীক্ষা দিতে আসা জুয়েল রানা নামের এক প্রার্থী বলেন, ‘সকালে বিসিএসের প্রিলি দিয়েছি। বিকেলে অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষা। সকালে কেন্দ্র ছিল ঢাকার মিরপুরে, বিকেলে আজিমপুরের ইডেন কলেজে। পরীক্ষার জন্য জ্যাম ঠেইলা দৌড়াদৌড়ি করতে করতে সব এনার্জি শেষ। পড়ব কখন।’
রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং তিতুমীর কলেজের কেন্দ্র পরিদর্শন করেন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন। এ সময় তিনি গণমাধ্যমকে জানান, ‘একই সময়ে একাধিক পরীক্ষা যেন না হয় সে জন্য সমন্বয়ের মাধ্যমে পরীক্ষা নিতে হবে। আমরা শুধু পিএসসির পরীক্ষাগুলোই দেখতে পারি। অন্য পরীক্ষার সূচি নির্ধারণ আমাদের কাজ নয়।’
৪৪তম বিসিএস থেকে এক বছরের মধ্যে প্রিলি, লিখিত ও মৌখিক শেষ করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পিএসসি চেয়ারম্যান।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫