Ajker Patrika

ভিনসেন্ট ভ্যান গঘ

সম্পাদকীয়
ভিনসেন্ট ভ্যান গঘ

ভ্যান গঘ ছিলেন ডাচ চিত্রশিল্পী। তাঁর পুরো নাম ভিনসেন্ট উইলিয়াম ভ্যান গঘ। তিনি প্রধানত ইমপ্রেশনিজম ধারার শিল্পী ছিলেন। ১৮৫৩ সালের ৩০ মার্চ নেদারল্যান্ডসের বেরাইড শহরের কাছে জুন্ডার্থ গ্রামে এক কৃষক পরিবারে তাঁর জন্ম।

একজন শিল্পী হয়ে ওঠার আগে প্রথমে আর্ট ডিলার হিসেবে পেশাজীবন শুরু করেছিলেন। স্কুলশিক্ষক এবং যাজকের কাজও করেছেন তিনি।

ছবি আঁকার জন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না তাঁর। ২৭ বছর বয়সে এসে তিনি প্রথম ছবি আঁকা শুরু করেন। ছবি আঁকার লক্ষ্য নিয়ে তিনি ঘুরে বেড়িয়েছেন হল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ আরও অনেক দেশ। অনেক দেরিতে ছবি আঁকা শুরু করলেও পরবর্তী সময়ে তিনি এর পেছনে অনেক সময় দিয়েছেন। তিনি প্রায় ২ হাজার ১০০ ছবি এঁকেছেন, যার মধ্যে রয়েছে ৮৬০টি তৈলচিত্র। বেশির ভাগ ছবির কাজই সম্পন্ন করেছেন নিজের জীবনের শেষ দুই বছরে। তাঁর ছবি আঁকার বিষয়বস্তু ছিল শ্রমজীবী মানুষ, আত্মপ্রতিকৃতি, প্রাকৃতিক দৃশ্য, সূর্যমুখী ফুল, গমের খেত, দুঃখ ইত্যাদি।

জীবিত অবস্থায় স্বীকৃতি না পাওয়া জগদ্বিখ্যাত এই শিল্পী নিজের কীর্তিগাথার জয়জয়কার কিছুই নিজে দেখে যেতে পারেননি। তিনি বেঁচে থাকতে শিল্পী হিসেবে যোগ্য স্বীকৃতি পাননি। মৃত্যুর পর তিনি তারকাখ্যাতি পান। এখন তাঁর ছবি মানেই কাঁড়ি কাঁড়ি ডলার। নিলামে লাখ লাখ ডলারে বিক্রি হয় তাঁর ছবি।

জীবনের বেশির ভাগ সময়ই তিনি মানসিক অসুস্থতায় ভুগেছিলেন। আত্মহত্যার উদ্দেশ্যে নিজের মাথায় গুলি চালিয়েছিলেন। কিন্তু এতে তাঁর তাৎক্ষণিক মৃত্যু হয়নি, তবে শেষে সেই আঘাতেই জীবন থেকে ছুটি নেন।

ভিনসেন্ট ভ্যান গঘ নিজের কাজের প্রতি দায়বদ্ধতা এবং সততা থেকে কখনো বিচ্যুত হননি। শিল্পের প্রতি অরুচিকর আচরণ তিনি পছন্দ করতেন না। মানসিক বিপর্যস্ততা থাকলেও, তিনি কখনো অপ্রকৃতিস্থ ছিলেন না। মৃত্যুর কয়েক সপ্তাহ আগে তিনি বলেছিলেন, ‘এখনো আমি শিল্পকে, জীবনকে খুব বেশি ভালোবাসি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত