Ajker Patrika

অধিদপ্তরের প্রশিক্ষণ নিতে নারীদের ভিড়

প্রতিনিধি, মিঠাপুকুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৭: ০৫
অধিদপ্তরের প্রশিক্ষণ নিতে নারীদের ভিড়

মিঠাপুকুরে উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিতে নারীদের আগ্রহ বাড়ছে। মোমবাতি তৈরি ও ফ্যাশন ডিজাইনে প্রশিক্ষণ নেওয়ার জন্য ৫০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪ শতাধিক।

গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণে আগ্রহীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় আসনসংখ্যার তুলনায় প্রার্থী অনেক বেশি থাকায় অধিকাংশ নারীকে মন খারাপ করে ফিরে যেতে হয়।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন জানান, প্রশিক্ষণে অংশ গ্রহণকারীদের আগে প্রতি কর্মদিবসে ১০০ টাকা করে ভাতা দেওয়া হতো। এ বছর থেকে ২০০ টাকা করে দেওয়া হবে। তিন মাসে ৬০ কর্মদিবসে ১২ হাজার টাকা পাবে। এ কারণে নারীদের আগ্রহ বেড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বলেন, প্রশিক্ষণ নিয়ে বাড়তি আয় করার জন্য নারীদের আগ্রহ বেড়েছে। এটা নিঃসন্দেহে ভালো দিক। কিন্তু এক সঙ্গে সবাইকে সুযোগ দেওয়ার উপায় নেই। তিন মাস পরপর এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত