Ajker Patrika

দৌলতদিয়ায় যানবাহনের অপেক্ষায় ফেরি

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২২, ১১: ০১
দৌলতদিয়ায় যানবাহনের অপেক্ষায় ফেরি

পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় অধিকাংশ যানবাহন যাচ্ছে পদ্মা সেতু ব্যবহার করে। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চাপ কমেছে। ফলে যেসব যানবাহন এই রুট ব্যবহার করছে তারা ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছছে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দেখা যায়, গতকাল সোমবার সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের অপেক্ষায় বসে আছে ফেরি। ঘাট এলাকা ফাঁকা। কিছু যানবাহনের থাকলেও নেই যানজট।

ট্রাকচালক ইয়াছিন মোল্লা বলেন, গত সপ্তাহেও এই ঘাটে এসে দুই দিন অপেক্ষায় ছিলাম ফেরির জন্য। আজ আসার সঙ্গে সঙ্গেই ফেরিতে উঠতে পারছি। পদ্মা সেতুর জন্য মনে হয় দীর্ঘ দিনের দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছি।

বিআইডব্লিউটিসি মানিকগঞ্জের আরিচা বন্দরের উপপরিচালক মো. খালেদ নেওয়াজ বলেন, ঘাট পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। প্রতিটা যানবাহন আসার সঙ্গে সঙ্গে ফেরিতে উঠে চলে যেতে পারছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ অঞ্চল থেকে নদী পার হয়ে ঢাকামুখী হয়েছে ২ হাজার ৭১০টি যানবাহন। বর্তমানে এই রুটে ২১টি ফেরির মধ্যে ছোট-বড় মিলে ১৮টি ফেরি চলাচল করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত