Ajker Patrika

তিন ধাপে ভর্তির পরও ১৪ শতাংশ আসন খালি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ০৭
তিন ধাপে ভর্তির পরও   ১৪ শতাংশ আসন খালি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে তৃতীয় ধাপের প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এরপরও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়টির সব আসন পূর্ণ হয়নি। চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে এখনো ৬৭২টি আসন খালি রয়েছে। যা মোট আসনের প্রায় ১৪ শতাংশ। এ ছাড়া অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, ‘তৃতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষে বিভিন্ন ডিন অফিস থেকে পাঠানো তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত ৬৭২টি আসন খালি রয়েছে। আশা করছি চতুর্থ পর্যায়ের ভর্তি কার্যক্রমে সব আসন পূর্ণ হবে।’

আইসিটি সেল সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে খালি রয়েছে ২১৮টি আসন। যা শতকরা ১৮ শতাংশ। ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে খালি ২৩৮টি আসন। মোট আসন অনুপাতে যা ১৯ শতাংশ। ‘সি’ ইউনিটে ৪৪১টি আসনের মধ্যে খালি রয়েছে ৩৬ টি। এই ইউনিটের ৮ শতাংশ আসন খালি। ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে ১৫৩টি এখনো খালি। মোট আসনের যা ১৩ শতাংশ।

এ ছাড়া দুইটি উপ-ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে খালি ২৫টি আসন। শতকরা হিসেবে এই হার ২০ শতাংশ। তবে ‘ডি১’ উপ ইউনিটে ৩০টি আসনই পূর্ণ।

এ দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনীহার অন্যতম কারণ হিসেবে সেশনজট, রাজনৈতিক সংঘাত, শহর থেকে অবস্থানগত দূরত্বকে দায়ী করেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগে ভর্তি হয়েও ভর্তি বাতিল করা একাধিক শিক্ষার্থী জানান, টিভির পর্দায় ও সংবাদপত্রে প্রায়শই ক্যাম্পাসে সংঘাত-সংঘর্ষের খবর পাওয়া যায়। এতে অভিভাবকেরা তাঁদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। ফলে এখানে পড়তে দিতে চাইছেন না।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম সালামত উল্যা ভূঁইয়া বলেন, ‘আমার মনে হচ্ছে, এবার করোনার কারণে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক জগতে বড় পরিবর্তন এসেছে। যে কারণে তাঁরা কাছাকাছি বিশ্ববিদ্যালয়ের দিকে ঝুঁকছেন। এ কারণে হয়তো আসন খালি থেকে যাচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে বলেন, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম এখনো শেষ হয়নি। গুচ্ছ একটি বিস্তৃত এলাকা। সেখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় সংযুক্ত। গুচ্ছের জন্য শিক্ষার্থীরা ইতস্তত করছেন। যে কারণে তাঁরা বিষয় পছন্দক্রম পূরণ করছেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত