Ajker Patrika

নানা কর্মসূচিতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬: ৪১
নানা কর্মসূচিতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

নানা কর্মসূচিতে সাতক্ষীরা ও নড়াইলে জাতীয় যুব দিবস উদ্‌যাপিত হয়েছে। ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানে গতকাল সোমবার দিবসটি উপলক্ষে আলোচনা সভা, পরিচ্ছন্নতা অভিযান, গাছের চারা বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:

সাতক্ষীরা: দিবসটি উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরে সচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সংগঠনের সভাপতি সুব্রত হালদার ও সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, সহসভাপতি আফসান মিমি, প্রজেক্ট অফিসার রাসিফুজ্জান প্রমুখ উপস্থিত ছিলেন।

তালা: জাতীয় যুব দিবস উপলক্ষে সাতক্ষীরার তালায় আলোচনা সভা, সনদপত্র, গাছের চারা এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী প্রমুখ উপস্থিত ছিলেন।

দেবহাটা: দেবহাটায় জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মুজিবর রহমান, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ প্রমুখ উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ: দিবসটি উপলক্ষে সাতক্ষীরার কালীগঞ্জে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

নড়াইল: জাতীয় যুব দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা, যুব ঋণের চেক প্রদান ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান যুব দিবসের উদ্বোধন করেন। এ সময় পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মতিয়ার রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. অলিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আঘাত হানবে কোথায়

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

হঠাৎ পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

এলাকার খবর
Loading...