Ajker Patrika

খুলে দেওয়া হলো ফেনী প্রেসক্লাব

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬: ০৪
খুলে দেওয়া হলো ফেনী প্রেসক্লাব

নিজেদের মধ্যে বিভাজনের কারণে ২০১৫ সালে বন্ধ করে দেওয়া ফেনী প্রেসক্লাব খুলে দেওয়া হয়েছে।

গতকাল সোমবার সকালে প্রেসক্লাবের স্বঘোষিত চারটি কমিটির নেতারা এক হয়ে ক্লাবের তালা খোলেন। এরপর তাঁরা শহরের জেল রোডের শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে নিজেদের ঐক্যের ব্যাপারে শপথ করেন।

দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রেসক্লাব খুলে দেওয়ায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।

দুই পক্ষে বিবাদের কারণে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর ক্লাবটি সিলগালা করে দেয় স্থানীয় প্রশাসন। এরপর অবস্থার উন্নতি হলে খুলে দেওয়া হয়। সর্বশেষ ২০১৬ সালের ৩ মে আবার সিলগালা করে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ