Ajker Patrika

পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৬: ১৩
পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর সুবর্ণচরে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা-পুলিশ। এর মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাইসহ পাঁচ মামলার আসামি মো. হাসিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গতকাল রোববার সকালে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, উপজেলার চরজুবিলী ইউনিয়নের চর ব্যাগ্যা গ্রামের ৩০ নম্বর দিঘি এলাকার মো. হাসিম (৫৫), চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বার গ্রামের আবদুল কাদের ওরফে কাদের ডাকাত (৩০) এবং চরক্লার্ক ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের আকবর হোসেন (৩৫)।

চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (গতকাল) দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত