Ajker Patrika

সেবায় এবারও দেশসেরা কালাই স্বাস্থ্য কমপ্লেক্স

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৮: ৪০
সেবায় এবারও দেশসেরা কালাই স্বাস্থ্য কমপ্লেক্স

উপজেলা হাসপাতাল ক্যাটাগরিতে সেবায় দেশসেরা এবারও জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এইচএসএস সূচকে (হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং) উপজেলা হাসপাতাল ক্যাটাগরিতে জানুয়ারি মাসের ফলাফলে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে।

তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই সূচকে যেখানে দশমিক নম্বরের ব্যবধানে অনেক পিছিয়ে যায়, সেখানে দু-একটি ব্যতিক্রম ছাড়া কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরাবরের মতোই এই অবস্থান ধরে রেখেছে।

উপজেলা হাসপাতালের মধ্যে সেরা হাসপাতাল নির্বাচিত হওয়ায় হাসপাতালের কর্মরত চিকিৎসক হাসপাতালের সবাই উল্লসিত।

অনলাইন রিপোর্টিং, সরেজমিন পরিদর্শন, সেবার মান, শিশু ও মাতৃসেবা, ডাক্তার, নার্স, স্টাফদের উপস্থিতি, নরমাল ডেলিভারির সংখ্যা ও সেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতার মান, ইপিআই কার্যক্রম এবং রোগী সন্তুষ্টির জরিপ ব্যবহার করে হাসপাতালগুলোকে মূল্যায়ন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যার হাসপাতাল হলেও প্রতিদিন রোগী ভর্তি থাকে ৭০-৮০ জন। এ ছাড়া প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা নেয় ৪৫০ থেকে ৫০০ রোগী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুর রহমান রিয়াদ আজকের পত্রিকাকে বলেন, ‘যে কোনো স্বীকৃতি আনন্দের। তবে সরকারি একটি প্রতিষ্ঠান থেকে দিনের পর দিন বিরামহীনভাবে সেবা দেওয়ার পর যদি এভাবে টানা স্বীকৃতি আসে সে ক্ষেত্রে আনন্দ বহুগুণ বেড়ে যায়। ’

গতকাল সোমবার সকালে কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফয়সল নাহিদ পবিত্র বলেন, হাসপাতালের ডাক্তার, নার্স, স্টাফ, চেয়ারম্যান, ইউএনও এবং জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে। হাসপাতালের সৌন্দর্য বর্ধনের জন্য হাসপাতাল ক্যাম্পাসে ফুলের বাগান করা হয়েছে। এ ছাড়া এখানে দক্ষ মিড ওয়াইফের মাধ্যমে ২৪ ঘণ্টায় নরমাল ডেলিভারি করানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত