সাইফুল মাসুম, ঢাকা
বর্ষা মৌসুম শেষ হলেও ডেঙ্গুর প্রকোপ কমেনি। শীত আসার আগেই ডেঙ্গুর সঙ্গে যোগ হয়েছে কিউলেক্স মশার প্রাদুর্ভাব। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কিউলেক্স মশার মোট ৯২৫টি হটস্পট শনাক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ সাতারকুল। এরপরই উঠে এসেছে মিরপুরের নাম। তবে কিউলেক্স মশা তুলনামূলক কম রয়েছে মোহাম্মদপুরে।
ডিএনসিসির নগর ভবনে মশক নিয়ন্ত্রণ-সংক্রান্ত বিভিন্ন সংস্থা প্রধানদের নিয়ে গতকাল মঙ্গলবার আয়োজিত সভায় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন।
আমিরুল ইসলাম জানান, সাতারকুলে ছোট বড় জলাশয় মিলিয়ে মোট ৫২৩ বিঘা জায়গায় কিউলেক্স মশা বেশি জন্মাচ্ছে। প্রাদুর্ভাবে দ্বিতীয় অবস্থানে থাকা মিরপুরে ৭৩টি ড্রেন-নালা ও ৫২০ বিঘা জলাশয়ে মশা জন্ম নিচ্ছে। অন্যদিকে তালিকার শেষে থাকা মোহাম্মদপুরে ড্রেন-নালা রয়েছে ৭২টি, আর জলাশয় রয়েছে ১৬টি। তা ছাড়া ভাটারা, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা, দিয়াবাড়ি, কারওয়ান বাজার, মহাখালী ও গুলশান এলাকাতেও কিউলেক্সের প্রাদুর্ভাব রয়েছে।
সভাপতির বক্তব্যকালে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে মশা নির্মূলে দুটি চ্যালেঞ্জ রয়েছে। একটি হচ্ছে কিউলেক্স আর অন্যটি এডিস। শীত এসে গেলেও এডিস মশা রয়ে গেছে। যে কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমছে না।
সিটি করপোরেশনের মধ্যে কিছু বিচ্ছিন্ন দ্বীপের মতো জায়গা আছে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ডিএনসিসির মধ্যে কিছু সরকারি সংস্থার এলাকা রয়েছে। যেখানে মশক কর্মীরা যেতে পারেন না। সেসব এলাকায় মশার প্রাদুর্ভাব বাড়ছে। আপনারা জানেন কিউলেক্স মশা আশপাশের তিন কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে। সুতরাং সেসব বিচ্ছিন্ন এলাকায় মশক নির্মূলে সংশ্লিষ্ট সংস্থাকে দায়িত্ব নিতে হবে। ডিএনসিসির একক প্রচেষ্টায় মশকমুক্ত শহর গড়া সম্ভব নয়।
আতিক বলেন, ‘মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে না পারলে মশা নিয়ন্ত্রণ করা যাবে না। আমরা মশার ৯২৫টি হটস্পট নির্দিষ্ট করেছি। তার মধ্যে সিটি করপোরেশনের জায়গায় হটস্পট রয়েছে ৫৬১টি। ব্যক্তিমালিকানাধীন জায়গায় রয়েছে ২৮৮টি। রাজউকের ৬টি, পানি উন্নয়ন বোর্ডের ১টি এবং অন্যান্য আরও ৫৯টি কিউলেক্স মশার হটস্পট রয়েছে।
যারা দায়িত্বে অবহেলা করেছে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘সুন্দর শহর গড়তে সবাইকে দায়িত্ব নিতে হবে। ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়ে, সিভিল অ্যাভিয়েশন ও একাধিক বেসরকারি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছি। আগামী দিনেও নাগরিকদের সুস্থ জীবন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় বেশ কিছু প্রতিষ্ঠানকে এক সপ্তাহের মধ্যে হটস্পটগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করতে আলটিমেটাম দেন মেয়র আতিকুল ইসলাম।
সভায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান অভিযোগ করে বলেন, ‘আমাদের (ডিএনসিসির) ১০টি অঞ্চলে মশা নির্মূলে নিয়মিত কর্মী রয়েছে ৫৫০ জন। পাশাপাশি আরও কিছু অনিয়মিত কর্মীসহ সর্বমোট মশক কর্মী রয়েছেন ১ হাজার জন। এত কম কর্মী নিয়ে কার্যক্রম পরিচালনা করা অনেক কঠিন।’
সভায় আরও অংশ নেন পানি উন্নয়ন বোর্ড, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড, মিরপুর ডিওএইচএস, বারিধারা ডিওএইচএস এবং বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
রাজধানীর মশার সমস্যা নিয়ে জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, ঢাকায় এখনো ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। এডিসের সঙ্গে রয়েছে কিউলেক্স মশা। যে কারণে মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।
কিউলেক্সের কারণে শরীরে কী ধরনের সমস্যা হয়? এমন প্রশ্নের উত্তরে ডা. লেনিন বলেন, ‘এই মশা মস্তিষ্কের প্রদাহ হতে পারে এমন কিছু রোগ ছড়ায়।’
মশকনিধন কর্মসূচির সমালোচনা করে ডা. লেনিন বলেন, ‘আমরা দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছ থেকে বছরের পর বছর নানা আশার বাণী শুনি। কিন্তু প্রতিশ্রুতিগুলোর যথাযথ বাস্তবায়ন হয় না। মশা নির্মূলে দুই সিটির আন্তরিক প্রয়াস রয়েছে কি না, সেটাই পরিষ্কার নয়। আমরা প্রত্যাশা করব, নগরপিতাগণ কথার কথা না বলে সত্যিকার অর্থে মশা নির্মূল করার জন্য একটি বাস্তবমুখী ও প্রয়োগযোগ্য পরিকল্পনা গ্রহণ করবেন।’
গত ২৫ জুলাই ঢাকার ১৭ স্থানকে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করে ওষুধ ছিটানোর জন্য দুই সিটি করপোরেশনের মেয়রকে নির্দেশ দেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
বর্ষা মৌসুম শেষ হলেও ডেঙ্গুর প্রকোপ কমেনি। শীত আসার আগেই ডেঙ্গুর সঙ্গে যোগ হয়েছে কিউলেক্স মশার প্রাদুর্ভাব। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কিউলেক্স মশার মোট ৯২৫টি হটস্পট শনাক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ সাতারকুল। এরপরই উঠে এসেছে মিরপুরের নাম। তবে কিউলেক্স মশা তুলনামূলক কম রয়েছে মোহাম্মদপুরে।
ডিএনসিসির নগর ভবনে মশক নিয়ন্ত্রণ-সংক্রান্ত বিভিন্ন সংস্থা প্রধানদের নিয়ে গতকাল মঙ্গলবার আয়োজিত সভায় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন।
আমিরুল ইসলাম জানান, সাতারকুলে ছোট বড় জলাশয় মিলিয়ে মোট ৫২৩ বিঘা জায়গায় কিউলেক্স মশা বেশি জন্মাচ্ছে। প্রাদুর্ভাবে দ্বিতীয় অবস্থানে থাকা মিরপুরে ৭৩টি ড্রেন-নালা ও ৫২০ বিঘা জলাশয়ে মশা জন্ম নিচ্ছে। অন্যদিকে তালিকার শেষে থাকা মোহাম্মদপুরে ড্রেন-নালা রয়েছে ৭২টি, আর জলাশয় রয়েছে ১৬টি। তা ছাড়া ভাটারা, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা, দিয়াবাড়ি, কারওয়ান বাজার, মহাখালী ও গুলশান এলাকাতেও কিউলেক্সের প্রাদুর্ভাব রয়েছে।
সভাপতির বক্তব্যকালে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে মশা নির্মূলে দুটি চ্যালেঞ্জ রয়েছে। একটি হচ্ছে কিউলেক্স আর অন্যটি এডিস। শীত এসে গেলেও এডিস মশা রয়ে গেছে। যে কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমছে না।
সিটি করপোরেশনের মধ্যে কিছু বিচ্ছিন্ন দ্বীপের মতো জায়গা আছে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ডিএনসিসির মধ্যে কিছু সরকারি সংস্থার এলাকা রয়েছে। যেখানে মশক কর্মীরা যেতে পারেন না। সেসব এলাকায় মশার প্রাদুর্ভাব বাড়ছে। আপনারা জানেন কিউলেক্স মশা আশপাশের তিন কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে। সুতরাং সেসব বিচ্ছিন্ন এলাকায় মশক নির্মূলে সংশ্লিষ্ট সংস্থাকে দায়িত্ব নিতে হবে। ডিএনসিসির একক প্রচেষ্টায় মশকমুক্ত শহর গড়া সম্ভব নয়।
আতিক বলেন, ‘মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে না পারলে মশা নিয়ন্ত্রণ করা যাবে না। আমরা মশার ৯২৫টি হটস্পট নির্দিষ্ট করেছি। তার মধ্যে সিটি করপোরেশনের জায়গায় হটস্পট রয়েছে ৫৬১টি। ব্যক্তিমালিকানাধীন জায়গায় রয়েছে ২৮৮টি। রাজউকের ৬টি, পানি উন্নয়ন বোর্ডের ১টি এবং অন্যান্য আরও ৫৯টি কিউলেক্স মশার হটস্পট রয়েছে।
যারা দায়িত্বে অবহেলা করেছে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘সুন্দর শহর গড়তে সবাইকে দায়িত্ব নিতে হবে। ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়ে, সিভিল অ্যাভিয়েশন ও একাধিক বেসরকারি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছি। আগামী দিনেও নাগরিকদের সুস্থ জীবন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় বেশ কিছু প্রতিষ্ঠানকে এক সপ্তাহের মধ্যে হটস্পটগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করতে আলটিমেটাম দেন মেয়র আতিকুল ইসলাম।
সভায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান অভিযোগ করে বলেন, ‘আমাদের (ডিএনসিসির) ১০টি অঞ্চলে মশা নির্মূলে নিয়মিত কর্মী রয়েছে ৫৫০ জন। পাশাপাশি আরও কিছু অনিয়মিত কর্মীসহ সর্বমোট মশক কর্মী রয়েছেন ১ হাজার জন। এত কম কর্মী নিয়ে কার্যক্রম পরিচালনা করা অনেক কঠিন।’
সভায় আরও অংশ নেন পানি উন্নয়ন বোর্ড, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড, মিরপুর ডিওএইচএস, বারিধারা ডিওএইচএস এবং বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
রাজধানীর মশার সমস্যা নিয়ে জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, ঢাকায় এখনো ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। এডিসের সঙ্গে রয়েছে কিউলেক্স মশা। যে কারণে মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।
কিউলেক্সের কারণে শরীরে কী ধরনের সমস্যা হয়? এমন প্রশ্নের উত্তরে ডা. লেনিন বলেন, ‘এই মশা মস্তিষ্কের প্রদাহ হতে পারে এমন কিছু রোগ ছড়ায়।’
মশকনিধন কর্মসূচির সমালোচনা করে ডা. লেনিন বলেন, ‘আমরা দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছ থেকে বছরের পর বছর নানা আশার বাণী শুনি। কিন্তু প্রতিশ্রুতিগুলোর যথাযথ বাস্তবায়ন হয় না। মশা নির্মূলে দুই সিটির আন্তরিক প্রয়াস রয়েছে কি না, সেটাই পরিষ্কার নয়। আমরা প্রত্যাশা করব, নগরপিতাগণ কথার কথা না বলে সত্যিকার অর্থে মশা নির্মূল করার জন্য একটি বাস্তবমুখী ও প্রয়োগযোগ্য পরিকল্পনা গ্রহণ করবেন।’
গত ২৫ জুলাই ঢাকার ১৭ স্থানকে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করে ওষুধ ছিটানোর জন্য দুই সিটি করপোরেশনের মেয়রকে নির্দেশ দেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪