পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষক হাসান আলী (৫০) হত্যা মামলায় আট আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। রায়ে অপর আট আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধা জেলা জামায়াতের সুরা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাওসার মো. নজরুল ইসলাম লেবু, স্থানীয় জামায়াত নেতা আব্দুর রউফ, শাহজালাল, গোলাম মোস্তফা, শাহ আলম, ফারুক, মিজানুর রহমান মিজান ও পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব। আসামিদের অধিকাংশের বাড়ি উপজেলার আমবাড়ী গ্রামে।
রায় ঘোষণার সময় ছয় আসামি উপস্থিত থাকলেও মিজানুর রহমান মিজান ও আবু তালেব পলাতক রয়েছেন। বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন এমএ মালেক, লুৎফর রহমান, আবু বকর, রফিকুল ইসলাম, মুছা, আ. রহিম, আবু বক্কর ও শফিকুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ সময় ধরে বিচারিক প্রক্রিয়া শেষে আদালত চাঞ্চল্যকর এ মামলার রায়ে আটজনকে আমৃত্যু কারাদণ্ড ও একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন। এই মামলায় আটজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামি আদালতে আত্মসমর্পণ কিংবা গ্রেপ্তারের পর থেকে তাঁদের সাজার মেয়াদ শুরু হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, ১৯৯৯ সালের আগস্ট মাসে পলাশবাড়ী উপজেলার সদরের আদর্শ ডিগ্রি কলেজ পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে কলেজের অধ্যাপক মো. আব্দুল মান্নানের সঙ্গে তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম লেবুর বিরোধ দেখা দেয়। পরে এই ঘটনায় নজরুলের লোকজন আব্দুল মান্নানের ওপর হামলা চালায়। এ সময় পাশের সুই গ্রামের কৃষক হাসান আলী এগিয়ে এলে আহত হন। পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় হাসানের বড় ভাই আবুল কাশেম ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষক হাসান আলী (৫০) হত্যা মামলায় আট আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। রায়ে অপর আট আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধা জেলা জামায়াতের সুরা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাওসার মো. নজরুল ইসলাম লেবু, স্থানীয় জামায়াত নেতা আব্দুর রউফ, শাহজালাল, গোলাম মোস্তফা, শাহ আলম, ফারুক, মিজানুর রহমান মিজান ও পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব। আসামিদের অধিকাংশের বাড়ি উপজেলার আমবাড়ী গ্রামে।
রায় ঘোষণার সময় ছয় আসামি উপস্থিত থাকলেও মিজানুর রহমান মিজান ও আবু তালেব পলাতক রয়েছেন। বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন এমএ মালেক, লুৎফর রহমান, আবু বকর, রফিকুল ইসলাম, মুছা, আ. রহিম, আবু বক্কর ও শফিকুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ সময় ধরে বিচারিক প্রক্রিয়া শেষে আদালত চাঞ্চল্যকর এ মামলার রায়ে আটজনকে আমৃত্যু কারাদণ্ড ও একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন। এই মামলায় আটজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামি আদালতে আত্মসমর্পণ কিংবা গ্রেপ্তারের পর থেকে তাঁদের সাজার মেয়াদ শুরু হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, ১৯৯৯ সালের আগস্ট মাসে পলাশবাড়ী উপজেলার সদরের আদর্শ ডিগ্রি কলেজ পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে কলেজের অধ্যাপক মো. আব্দুল মান্নানের সঙ্গে তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম লেবুর বিরোধ দেখা দেয়। পরে এই ঘটনায় নজরুলের লোকজন আব্দুল মান্নানের ওপর হামলা চালায়। এ সময় পাশের সুই গ্রামের কৃষক হাসান আলী এগিয়ে এলে আহত হন। পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় হাসানের বড় ভাই আবুল কাশেম ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪