Ajker Patrika

মায়ের গল্পে নুহাশের সিরিজ

মায়ের গল্পে নুহাশের সিরিজ

ভৌতিক গল্প নিয়ে নুহাশ হুমায়ূন বানিয়েছিলেন অ্যান্থলজি ওয়েব সিরিজ ‘পেটকাটা ষ’। ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’—এই চারটি গল্প নিয়ে তৈরি সিরিজটি প্রশংসিত হয়েছিল। নুহাশ এখন ব্যস্ত সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে। এবারও থাকছে চারটি গল্প। যার তিনটিই লিখেছেন নুহাশের মা গুলতেকিন খান। এবারই প্রথম কোনো সিরিজের গল্প লিখলেন গুলতেকিন। 

প্রথমবার সিরিজের গল্প লেখার অভিজ্ঞতা জানিয়ে গুলতেকিন খান বলেন, ‘অদ্ভুত সুন্দর এক অভিজ্ঞতা। প্রথমে ভয় পেয়েছিলাম। কিন্তু নুহাশ যখন বলল সে পছন্দ করেছে, তখন মনে হলো, আমাকে খুশি করার জন্য ও নিশ্চয় ভালো বলবে না। গল্পটা ভালো না হলে ও বলত, এখানে একটু ভালো করতে হবে।’
এবারই প্রথম সিরিজের সঙ্গে সরাসরি যুক্ত থাকলেও নুহাশের আগের কাজগুলোর সঙ্গে পরোক্ষভাবে জড়িয়ে ছিলেন গুলতেকিন। নুহাশ জানান, প্রতিটি চিত্রনাট্য লেখার পর তাঁর মা সেটা ভালো করে পড়েন। চিত্রনাট্যের ভালো-মন্দ নিয়ে সব সময় মায়ের সঙ্গে আলাপ করেন তিনি। 

জানা গেছে, শেষের পথে পেট কাটা ষ সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং। এ বছরের শেষের দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিরিজটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

এলাকার খবর
Loading...