Ajker Patrika

ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৫: ২৪
ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

দোয়ারাবাজার উপজেলায় ব্যবসায়ীর ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ-বাংলাবাজার সড়কে এ মানববন্ধন করা হয়।

জানা যায়, ব্যবসায়ী মোহাম্মদ আলী পাওনা টাকা চান জমিস উদ্দানের কাছে। এর জেরে গত ৩০ ডিসেম্বর তাঁরা (জমিস উদ্দান ও তাঁর লোকজন) লিয়াকতগঞ্জ-বাংলাবাজার এলাকায় ওই ব্যবসায়ীসহ চারজনের ওপর হামলা চালায়।

ব্যবসায়ী আপ্তাব মিয়ার পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন-লিয়াকতগঞ্জ-বাংলাবাজার পরিচালনা কমিটির সভাপতি মোর্শেদ আলম, লক্ষ্মীপুর ইউনিয়নের ইউপি সদস্য ওমর গনি, তৈয়ব আলী রতন, আব্দুল করিম, লেয়াকতগঞ্জ-বাংলাবাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি জয়নাল আবেদিন, সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ তালুকদার, দলিল লেখক মোস্তফা, সফিকুল ইসলাম রতন, হারুন অর রশীদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জমিস উদ্দান ও তাঁর লোকেদের সন্ত্রাসী কার্যকলাপে বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ সময় বক্তারা বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলীসহ চারজনের ওপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত