Ajker Patrika

ইসির চিঠি উপেক্ষা করে এলাকায় সাংসদ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৫: ২৩
ইসির চিঠি উপেক্ষা করে এলাকায় সাংসদ

চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদকে নির্বাচনী এলাকা ত্যাগ করার জন্য নির্বাচন কমিশন চিঠি দিয়েছে। তবে সাংসদ সেটি উপেক্ষা করে নিজ এলাকায় অবস্থান করছেন।

অভিযোগ রয়েছে, সাংসদ মোছলেম উদ্দিন চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন।

জানা গেছে, গত মঙ্গলবার সকালে চরণদ্বীপ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল লতিফের বাড়িতে বৈঠকে অংশ নেন সাংসদ মোছলেম উদ্দিন। পরে বেলা সাড়ে ১১টার দিকে সাংসদ গোমদন্ডী পাইলট মডেল উচ্চবিদ্যালয় হলরুমে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকেলে তিনি উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলার সমাপনীতে বক্তব্য দেন।

তবে ২৫ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে সাংসদকে অবিলম্বে এলাকা ত্যাগ করার জন্য অনুরোধ করা হয়। এর আগে সাংসদ মোছলেম উদ্দিন আচরণবিধি না মেনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ব্যানারে পোপাদিয়া, শাকপুরা, কড়লডেঙ্গা, আমুচিয়া ও সারোয়াতলী ইউপিতে নির্বাচনী প্রচারে অংশ নেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ‘এলাকা ত্যাগ করার জন্য ইসির নির্দেশনার চিঠি গত শনিবার সাংসদের কাছে পৌঁছেছে। এরপরও সাংসদের এলাকায় অবস্থান করা বিধি পরিপন্থী। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত