Ajker Patrika

চেয়ারম্যান পদে হেরে সদস্য পদে প্রার্থী!

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৮: ৩২
চেয়ারম্যান পদে হেরে  সদস্য পদে প্রার্থী!

জামালপুরের ইসলামপুর উপজেলায় গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে হেরে এবার সাধারণ সদস্য (মেম্বার) পদে প্রার্থী হয়েছেন জবেদ আলী নামে এক ব্যক্তি।

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ওই নির্বাচনে উপজেলার চরপুটিমারী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে টিউবওয়েল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তাঁর সঙ্গে ভোট যুদ্ধ নেমেছেন আরও চার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে এখন মেম্বার পদে প্রার্থী হওয়ায় এলাকায় তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ইউপি নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান জবেদ আলী। রাজনৈতিক ভোল পাল্টে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন তিনি।

এর আগে ১৯৯৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে দায়িত্ব পালন করেছেন জাবেদ আলী। ২০১৪ সালে বিএনপির সমর্থনে তাঁর স্ত্রী সুফিয়া বেগম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

সদস্য প্রার্থী জবেদ আলী বলেন, বিএনপির নেতারা আমার সঙ্গে বেইমানি করায় গত নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয় হতে পারেনি। পরে আওয়ামী লীগে যোগদান করেছি। চেয়ারম্যান কিংবা মেম্বার পদে কিছু আসে যায় না। বড় কথা হলো জনসেবা করা। এলাকাবাসীর অনুরোধে এবার মেম্বার পদে প্রার্থী হয়েছি। আশা রাখি, বিপুল ভোটে আমাকে বিজয় করবেন এলাকাবাসী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত