Ajker Patrika

বিনা মূল্যে চিকিৎসা পেল ২ শতাধিক রোগী

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১১: ১৪
বিনা মূল্যে চিকিৎসা পেল ২ শতাধিক রোগী

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গণে দুই শতাধিক বিভিন্ন রোগীর চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়। 'আমার গৌরব ফাউন্ডেশন'র উদ্যোগে এ সেবা দেওয়া হয়। বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রমে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকিরের নেতৃত্বে ৭ জনের একটি চিকিৎসক দল দুই শতাধিক রোগীর চিকিৎসা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ কনক, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মনির হোসেন মাস্টার, উপজেলা আওয়ামী উপদেষ্টামণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম ঢালী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত