Ajker Patrika

বিভাগের সেরা স্বাস্থ্য কমপ্লেক্স জগন্নাথপুর

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ০২
বিভাগের সেরা স্বাস্থ্য কমপ্লেক্স জগন্নাথপুর

সিলেট বিভাগের সেরা স্বাস্থ্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সেবায় নিবেদিত ও কোভিড-১৯ প্রতিরোধযুদ্ধে অনন্যসাধারণ ভূমিকার স্বীকৃতি হিসেবে এ স্বীকৃতি দেওয়া হয়।

গত বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণজয়ন্তী পূর্তি ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্বাস্থ্য পরিবার সিলেট আঞ্চলিক পরিষদ এর আয়োজন করে।

স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধরকে সেরা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সিলেট স্বাস্থ্য বিভাগ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক গৌছ আহমেদ সভাপতিত্ব করেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেট বিভাগের সেরা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মনোনীত করায় আমরা আনন্দিত। এই সম্মানের ফলে দায়িত্ব আরও বেড়ে যাবে। সেই সঙ্গে সম্মিলিত কাজের মাধ্যমে ভবিষ্যতে আমরা আরও বেশি সম্মাননায় ভূষিত হতে চেষ্টা করব।’ তিনি এ স্বীকৃতি স্বাস্থ্য বিভাগের সকল কর্মী ও জগন্নাথপুরের জনগণকে উৎসর্গ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত