Ajker Patrika

বিশ্বকাপ মিস করছেন যাঁরা

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৫: ২২
বিশ্বকাপ মিস করছেন যাঁরা

বিশ্বকাপ ফুটবলের আসর শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। গতকাল ১৪ নভেম্বর ছিল চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন। এর মধ্যে সব দেশই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে। আর এর মধ্য দিয়েই শেষ হয়েছে কাতার বিশ্বকাপের মাঠগুলোয় রং ছড়াবেন কারা। তবে এর বাইরেও থাকছেন অনেক তারকাই। কেউ বাদ পড়েছেন কোচের মন জোগাতে না পেরে, কেউবা চোটের কারণে। এর বাইরেও রয়েছেন অনেক তারকা ফুটবলারই। যাদের জাতীয় দল বিশ্বকাপ ফুটবল খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি, সব মিলিয়ে তালিকাটা বেশ লম্বা।

রাশিয়া বিশ্বকাপ জয়ের পথে ফ্রান্সের অন্যতম দুই কান্ডারি পল পগবা ও এনগোলো কান্তে এবার নেই। দুজনেই স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন চোটের কারণে। ফরাসি কোচ দিদিয়ের দেশমকে অবশ্য শেষ মুহূর্তেও দল পরিবর্তন করতে হয়েছে। তবে দলের সবচেয়ে কার্যকর দুই মিডফিল্ডারকে হারিয়ে কিছুটা চিন্তাতেই ছিলেন দেশম। তবে পগবা-কান্তে ছাড়াও ফ্রান্স দলে জায়গা হয়নি এমন তারকাদের দিয়েই তৈরি করা যাবে আরেকটি দল, যা কিনা যেকোনো দলের সঙ্গে লড়তেও পারবে সমানে সমানে। সে দলে রয়েছেন নিউক্যাসলের হয়ে দারুণ ফর্মে থাকা সেইন্ট ম্যাক্সিমাম, মোনাকোর ফরোয়ার্ড বেন ইয়াদের, বায়ার লেভারকুসেনের ফরোয়ার্ড মুসা দিয়াবে, চেলসির সেন্টারব্যাক ওয়াইসলি ফোফানা এবং রিয়াল মাদ্রিদের লেফটব্যাক ফারলিন ম্যান্ডি।

বিশ্বকাপের অন্যতম ফেভারিট এবার ব্রাজিল। পাঁচবারের চ্যাম্পিয়নদের এবারের দলে আক্রমণভাগের খেলোয়াড়ের ছড়াছড়ি। কাকে রেখে কাকে খেলাবেন এমন সমস্যায় পড়তেই হতে পারে কোচ তিতের। কিন্তু ফরোয়ার্ড হিসেবে সবচেয়ে অভিজ্ঞ রবার্তো ফিরমিনোর বাদ পড়াটা তাই কিছুটা চিন্তাতেই ফেলেছে ব্রাজিল ভক্তদের।

লিওনেল মেসির বয়স এখন ৩৫ বছর। ধারণাই করা যায় এটিই হচ্ছে আর্জেন্টিনার হয়ে তাঁর শেষ বিশ্বকাপ। মেসির কোপা আমেরিকা জয়ের এক দারুণ সতীর্থ ছিলেন মিডফিল্ডার লো সেলসো। চোটে পড়ে শেষ হয়েছে তাঁর বিশ্বকাপ স্বপ্ন। একই সঙ্গে বাদ পড়েছেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়া। শঙ্কায় ছিলেন দিবালাও। তবে শেষ মুহূর্তে সুস্থ হয়ে জাতীয় দলে যোগ দিয়েছেন তিনি।

মেসির পাশাপাশি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোরও যে শেষ বিশ্বকাপ এটা তা আর বলার অপেক্ষা রাখে না। জাতীয় দলে রোনালদোর সঙ্গে ভালোই জুটি বেঁধেছিলেন লিভারপুল ফরোয়ার্ড দিয়েগো জোতা। চোটের কারণে ছিটকে গেছেন বিশ্বকাপ স্কোয়াড থেকে। গত ইউরোর আগে থেকেই স্পেন জাতীয় দলে তারুণ্যের এক বার্তা বইয়ে দিচ্ছেন কোচ লুইস এনরিকে। তাঁর পজিশনভিত্তিক খেলার ধরনের জন্যই পরিকল্পনায় ছিলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক দাভিদ দি হিয়া। লিভারপুল ততটা ভালো না খেললেও নিজে ভালোই খেলছিলেন থিয়াগো আলকানতারা। তবে কোচের মন গলাতে পারেননি তিনি। স্পেন দলে সুযোগ পাননি একসময়ের রিয়াল মাদ্রিদ অধিনায়ক এবং বর্তমান পিএসজি তারকা সের্হিও রামোস।

ইংলিশদের বিশ্বকাপ স্বপ্ন দীর্ঘই হচ্ছে। থ্রি লায়নদের বিশ্বকাপ অভিযানে নেতৃত্ব দেবেন টটেনহামের স্ট্রাইকার হ্যারি কেইন। চোটের কারণে ইংলিশদের বিশ্বকাপ যাত্রা থেকে সবার আগে ছিটকে পড়েছেন রিস জেমস ও বেন চিলওয়েল। এ ছাড়া বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার জ্যাডন সাঞ্চো। ডিফেন্সে ভরসা হতে পারতেন ফাকায়ো তিমুরি, তাঁকে নিয়েও ভাবেননি গ্যারেথ সাউথগেট।

চোটের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক থাকা খেলোয়াড়দের একজন জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডের মার্কো রিউসের। এবারও বিশ্বকাপের দল ঘোষণার কিছুদিন আগেই চোটে পড়েছেন তিনি। তাঁর পরিবর্তে জায়গা হয়েছে ২০১৪ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা মারিও গোৎজের। একই সঙ্গে দলে জায়গা করতে পারেননি বরুশিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার ম্যাট হ্যামেলসও। 

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত