Ajker Patrika

হাবিপ্রবিতে ‘অ্যানুয়াল রিসার্চ রিভিউ’ কর্মশালা

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৩: ৪১
Thumbnail image

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।

স্বাগত বক্তব্য দেন আইআরটির সহযোগী পরিচালক প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা. নূর-ই-নাজমুন নাহার। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত