Ajker Patrika

আ.লীগ ৭, স্বতন্ত্র ৪টিতে জয়ী

নরসিংদী ও মনোহরদী প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৪: ১০
আ.লীগ ৭, স্বতন্ত্র ৪টিতে জয়ী

চতুর্থ ধাপে গতকাল রোববার নরসিংদীর পলাশ উপজেলার ২ টি ও মনোহরদী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ১১টি ইউপির মধ্যে ৪টিতে স্বতন্ত্র (বিদ্রোহী) ও ৭টিতে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিজয়ী প্রার্থীরা হলেন- পলাশ উপজেলার জিনারদীতে কামরুল ইসলাম গাজী (আ.লীগ) ও চরসিন্দুর ইউনিয়নে মোফাজ্জল হোসেন রতন (আ.লীগ) এবং মনোহরদী উপজেলার চন্দনবাড়িতে আব্দুর রউফ হিরন (আ.লীগ), শুকুন্দিতে সাদিকুর রহমান শামীম (আ.লীগ), কাচিকাটায় মোবারক হোসেন খান কনক (স্বতন্ত্র), বড়চাপায় এম সুলতান উদ্দিন (আ.লীগ), লেবুতলায় জাকির হোসেন আকন্দ (আ.লীগ), গোতাশিয়ায় আবুল বরকত রবিন (স্বতন্ত্র), দৌলতপুরে শরীফ মাহমুদ খান বাহালুল (স্বতন্ত্র), চালাকচরে ফখরুল মান্নান মুক্তু (নৌকা) এবং একদুয়ারিয়ায় মোল্লা রফিকুল ইসলাম ফারুক (স্বতন্ত্র)।

এর আগে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর দুই উপজেলা পলাশ ও মনোহরদীর ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ। পলাশের দুটি ইউপিতে কোনো রকম সহিংসতার ঘটনা না ঘটলেও ১টি ইউপিতে অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন তিন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। অপরদিকে মনোহরদী উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে।

সরেজমিন দুই উপজেলার বিভিন্ন ইউপির ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসেন ভোটাররা। সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশির ভাগ ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থীরা। অভিযোগ অনুযায়ী পারুলিয়া উচ্চবিদ্যালয়, চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানেরবাড়ি প্রাথমিক বিদ্যালয়, পলাশ থানা উচ্চ বিদ্যালয়, বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে স্বতন্ত্র প্রার্থীদের এজেন্ট পাওয়া যায়নি।

এজেন্ট না থাকার সুযোগে নৌকার প্রার্থী কামরুল ইসলাম গাজীর সমর্থক ও বহিরাগত লোকজনকে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায়। সকালের দিকে কোথাও কোথাও ভোটাররা কেন্দ্রে গেলেও নৌকার চেয়ারম্যান প্রার্থীর প্রতীকে প্রকাশ্যে সিল দিয়ে মেম্বার পদে অন্য প্রতীকে ইচ্ছেমতো সিল মারতে বলা হয়। এমন অবস্থায় চলতে থাকায় বেলা সোয়া ১১টা থেকে দুপুর পৌনে ১টার মধ্যে তিন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন। অপরদিকে চরসিন্দুর ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়।

অপরদিকে মনোহরদী উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে কয়েকটি ইউনিয়নে ভোটগ্রহণে অনিয়ম, সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ভোটের শুরুতে বিভিন্ন কেন্দ্রে প্রকাশ্যে ব্যালটে সিল মারা ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে।

দুপুরে শুকুন্দী ইউ‌নিয়‌নের বালিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোর করে ভোট দেন মোরগ প্রতীকের সদস্য প্রার্থী নূরুল হকের কর্মীরা। এ নিয়ে ফুটবল প্রতীকের প্রার্থী বাছেদ প্রধানের কর্মী-সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। জোর করে জাল ভোট দেওয়ায় বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তার কাছে বারবার অভিযোগ করেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

এ দিকে কাচিকাটা ইউনিয়নের মাধুশাল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। গতকাল রোববার দুইটার দিকে এ ঘটনা ঘটে। তীব্র শীতের কারণে শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়তে থাকে। পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি লক্ষণীয়।

নরসিংদী জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে দুই উপজেলার ১১টি ইউনিয়নের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো প্রার্থীর পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি, ভোট কেন্দ্র বন্ধ হয়নি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। কোথাও কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত