Ajker Patrika

সাবেক প্রশাসকের দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ মে ২০২২, ০৯: ২১
সাবেক প্রশাসকের দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রশাসক নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনের বিরুদ্ধে ওঠা ১৩টি দুনীতির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দুর্নীতি দমন কমিশনের পাঠানো অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার এ কমিটি গঠন করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। তদন্ত কমিটিতে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) মুস্তাকিম বিল্লাহ ফারুকীকে আহ্বায়ক করা হয়। কমিটির অপর দুই সদস্য একই বিভাগের যুগ্ম সচিব (পলিসি সাপোর্ট অধিশাখা) নুমেরী জামান ও সিটি করপোরেশন-২ শাখার মোহাম্মদ জহিরুল ইসলাম।

মন্ত্রণালয়ের ওই অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মো. খোরশেদ আলম সুজন তাঁর ১৮০ দিনের দায়িত্ব পালনকালে ১৩টি সুনির্দিষ্ট দুনীতির বিষয় (দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রেরিত) তদন্তের জন্য নির্দেশক্রমে এই তদন্ত কমিটি গঠন করা হলো। অভিযোগ তদন্ত করে কমিটি একটি প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।

এ সম্পর্কে জানতে খোরশেদ আলম সুজনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

প্রসঙ্গত, ১৩টি অভিযোগের মধ্যে অন্যতম হলো সিটি করপোরেশনের তেলের খরচ কমানোর নাম দিয়ে করপোরেশনের নিজস্ব পাম্প থেকে তেল না নিয়ে তাঁর ব্যবসায়িক পার্টনার কাদেরের হাক্কানী পেট্রল পাম্প থেকে তেল নিতে গিয়ে কয়েক কোটি টাকার অনিয়ম করেছেন। দায়িত্ব নেওয়ার প্রথম দিনে তেল চুরির দায়ে একজনকে বরখাস্ত করে আবার ১২৬ দিনের মাথায় পুনরায় তাঁকে নিয়োগ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত