Ajker Patrika

প্রচার ছাড়াই ইউপি সদস্য পদে জয়ী

সাইফুল আরিফ জুয়েল, মোহনগঞ্জ (নেত্রকোনা)
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৫: ২৫
প্রচার ছাড়াই ইউপি সদস্য পদে জয়ী

নেত্রকোনার মোহনগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনো ধরনের প্রচার ছাড়াই দ্বিতীয়বারের মতো সদস্য পদে জয়লাভ করেছেন মো. রাকিব হাসান।

গত রোববার চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বড়তলী-বানিয়াহারী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে দ্বিতীয়বারের মতো জয়ী হন তিনি। রাকিব হাসান কলুঙ্কা (উত্তরপাড়া) গ্রামের মৃত. বাদশা মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, তরুণ জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের মধ্যে রাকিবের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। মেম্বার হওয়ার পর সুখ দুঃখে সর্বদা এলাকার সাধারণ মানুষের সঙ্গে তিনি মিশে রয়েছেন। এবার তার খালাতো ভাই চেয়ারম্যান পদে নির্বাচন করার ফলে তাকে নিয়েই ব্যস্ত ছিলেন রাকিব।

নিজের প্রচার একবারেই করতে পারেননি। এমনকি নির্বাচনে তার নিজের জন্য পোস্টার ব্যানার, মাইকিংসহ কোনো ধরনের প্রচারই করতে পারেননি তিনি। তবে বিগত দিনের কাজের ফল স্বরূপ জনগণ এবারও তাকে জয়ী করেছেন।

স্থানীয় নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বড়তলী-বানিয়াহারী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মো. রাকিব হাসান তালা প্রতীক নিয়ে ৪০৫ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা রফিকুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮৫ ভোট।

এ বিষয়ে সদস্য মো. রাকিব হাসান বলেন, এবার আমার খালাতো ভাই চেয়ারম্যান পদে নির্বাচন করেছে। তাই তার নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলাম। ফলে নিজের নির্বাচনের জন্য কোনো পোস্টার, ব্যানার মাইকিংসহ কোনো ধরনের প্রচার বা কোনো ভোটারের কাছে ভোটও চাওয়ার সময় পাইনি। নির্বাচনের আগের দিন শুধুমাত্র ভোট কেন্দ্রের আশপাশে লাগানোর জন্য কিছু পোস্টার ছাপিয়েছিলাম। এরপরও ওয়ার্ডবাসী আমাকে জয়ী করেছেন। এজন্য আমি ওয়ার্ডবাসীর কাছে চিরকৃতজ্ঞ। তিনি আরও বলেন, তবে এই নির্বাচনের জয়ের ফলে এটুকু জেনেছি ভালো কাজের প্রতিদান দিতে জনগণ ভুল করেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত