এইচ এম মনসুর আলী, হাটহাজারী (চট্টগ্রাম)
মানুষের হাতের মতো নড়াচড়া করছে কবজি ও আঙুলগুলো। ইচ্ছেমতো যেকোনো দিকে ঘোরানো যাচ্ছে। করা যাচ্ছে মুষ্টিবদ্ধ। পানি তুলে দিচ্ছে মুখে। চট্টগ্রামের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে ইলেকট্রনিকস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত জয় বড়ুয়া লাভলু নামে এক কিশোর তৈরি করেছেন এমন একটি ‘রোবোটিকস হ্যান্ড (হাত)’। এটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
জয় বড়ুয়া লাভলু বলেন, মূলত অঙ্গহীন মানুষের সুবিধার্থে তিনি এই রোবোটিকস হাত তৈরি করেছেন।
সরেজমিনে জয় বড়ুয়া লাভলুর ভাড়া বাসায় দেখা যায়, চার কক্ষের বাড়ির তিনটি ঘরে তাঁর পরিবারের বসবাস। অন্য একটি কক্ষকে ল্যাব বানিয়ে কাজ করছেন লাভলু। কখনো ল্যাপটপ থেকে কোড নিয়ে সেট করছেন রোবোটিকস হাতে, আবার কখনো জোড়াতালি দিচ্ছেন কেব্লগুলো। এভাবে দীর্ঘ পাঁচ বছর রোবোটিকস হাত তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
জয় বড়ুয়া লাভলু বলেন, ২০১৭ সালের দিকে রোবোটিকস হাত তৈরির বিষয়টা তাঁর মাথায় আসে। তখন এসএসসি শেষ করেছিলেন মাত্র। শুরুতে মা-বাবার কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন যন্ত্রাংশ কিনেছেন। অধিকাংশ যন্ত্রাংশ দেশে পাওয়া যায় না। তাই চড়া দামে বিদেশ থেকে এনেছেন। তাঁর কৃত্রিম হাতের চারটা প্রজেক্ট আছে।
লাভলু বলেন, যারা বোম ডিসপোজাল ইউনিটে কাজ করেন কিংবা লোহা ফ্যাক্টরি এবং বিপজ্জনক কাজ করেন, তাঁরা এ রোবোটিকস হাত ব্যবহার করতে পারবেন। যেটা কন্ট্রোল করা হবে মানুষের হাতের সঙ্গে লাগানো একটি ট্রান্সমিটার হাতের সাহায্যে।
ডিপ্লোমা শেষ করে লাভলুর ইচ্ছে ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) রোবোটিকস সম্পর্কিত কোনো বিষয়ে পড়াশোনা করার। ভবিষ্যতে তিনি একটি বড় রোবোটিকস প্রতিষ্ঠান গড়ে তুলতে চান বলে জানান। যেখানে উন্নত প্রযুক্তি আর রোবোটিকস বিষয়ে গবেষণা করা হবে। নতুন প্রজন্মকে সেসব কাজ সম্পর্কে ধারণা দেওয়া হবে।
লাভলুর মা রীনা বড়ুয়া ও বাবা রবি বড়ুয়া বলেন, ‘তাদের আর্থিক অবস্থা ভালো না। অনেক কষ্টে তাঁরা দুই ছেলেকে পড়াশোনা করাচ্ছেন। তাঁদের প্রত্যাশা লাভলু বড় হয়ে একদিন বিজ্ঞানী হবে। তাই তাঁরা তাঁকে এসব কাজের সমর্থন দিয়ে যাচ্ছেন। ছেলের পড়াশোনার খরচ চালাতে অনেক কষ্ট হচ্ছে। তাঁরা লাভলুর জন্য সরকারের কাছে সাহায্য কামনা করেন।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, জয় বড়ুয়া লাভলু ‘রোবোটিকস হাত’ তৈরি করেছেন। মূলত যাদের হাত অথবা হাতের কবজি নেই, তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশা করছি। প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সব ধরনের সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, ২০১৯ সালে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে চট্টগ্রাম থেকে প্রথম স্থান অর্জন করেন লাভলু ও তাঁর দল। ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘আবিষ্কারের খোঁজে’ নামক প্রতিযোগিতায় রানারআপের পুরস্কার পান।
মানুষের হাতের মতো নড়াচড়া করছে কবজি ও আঙুলগুলো। ইচ্ছেমতো যেকোনো দিকে ঘোরানো যাচ্ছে। করা যাচ্ছে মুষ্টিবদ্ধ। পানি তুলে দিচ্ছে মুখে। চট্টগ্রামের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে ইলেকট্রনিকস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত জয় বড়ুয়া লাভলু নামে এক কিশোর তৈরি করেছেন এমন একটি ‘রোবোটিকস হ্যান্ড (হাত)’। এটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
জয় বড়ুয়া লাভলু বলেন, মূলত অঙ্গহীন মানুষের সুবিধার্থে তিনি এই রোবোটিকস হাত তৈরি করেছেন।
সরেজমিনে জয় বড়ুয়া লাভলুর ভাড়া বাসায় দেখা যায়, চার কক্ষের বাড়ির তিনটি ঘরে তাঁর পরিবারের বসবাস। অন্য একটি কক্ষকে ল্যাব বানিয়ে কাজ করছেন লাভলু। কখনো ল্যাপটপ থেকে কোড নিয়ে সেট করছেন রোবোটিকস হাতে, আবার কখনো জোড়াতালি দিচ্ছেন কেব্লগুলো। এভাবে দীর্ঘ পাঁচ বছর রোবোটিকস হাত তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
জয় বড়ুয়া লাভলু বলেন, ২০১৭ সালের দিকে রোবোটিকস হাত তৈরির বিষয়টা তাঁর মাথায় আসে। তখন এসএসসি শেষ করেছিলেন মাত্র। শুরুতে মা-বাবার কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন যন্ত্রাংশ কিনেছেন। অধিকাংশ যন্ত্রাংশ দেশে পাওয়া যায় না। তাই চড়া দামে বিদেশ থেকে এনেছেন। তাঁর কৃত্রিম হাতের চারটা প্রজেক্ট আছে।
লাভলু বলেন, যারা বোম ডিসপোজাল ইউনিটে কাজ করেন কিংবা লোহা ফ্যাক্টরি এবং বিপজ্জনক কাজ করেন, তাঁরা এ রোবোটিকস হাত ব্যবহার করতে পারবেন। যেটা কন্ট্রোল করা হবে মানুষের হাতের সঙ্গে লাগানো একটি ট্রান্সমিটার হাতের সাহায্যে।
ডিপ্লোমা শেষ করে লাভলুর ইচ্ছে ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) রোবোটিকস সম্পর্কিত কোনো বিষয়ে পড়াশোনা করার। ভবিষ্যতে তিনি একটি বড় রোবোটিকস প্রতিষ্ঠান গড়ে তুলতে চান বলে জানান। যেখানে উন্নত প্রযুক্তি আর রোবোটিকস বিষয়ে গবেষণা করা হবে। নতুন প্রজন্মকে সেসব কাজ সম্পর্কে ধারণা দেওয়া হবে।
লাভলুর মা রীনা বড়ুয়া ও বাবা রবি বড়ুয়া বলেন, ‘তাদের আর্থিক অবস্থা ভালো না। অনেক কষ্টে তাঁরা দুই ছেলেকে পড়াশোনা করাচ্ছেন। তাঁদের প্রত্যাশা লাভলু বড় হয়ে একদিন বিজ্ঞানী হবে। তাই তাঁরা তাঁকে এসব কাজের সমর্থন দিয়ে যাচ্ছেন। ছেলের পড়াশোনার খরচ চালাতে অনেক কষ্ট হচ্ছে। তাঁরা লাভলুর জন্য সরকারের কাছে সাহায্য কামনা করেন।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, জয় বড়ুয়া লাভলু ‘রোবোটিকস হাত’ তৈরি করেছেন। মূলত যাদের হাত অথবা হাতের কবজি নেই, তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশা করছি। প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সব ধরনের সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, ২০১৯ সালে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে চট্টগ্রাম থেকে প্রথম স্থান অর্জন করেন লাভলু ও তাঁর দল। ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘আবিষ্কারের খোঁজে’ নামক প্রতিযোগিতায় রানারআপের পুরস্কার পান।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫