Ajker Patrika

ষড়যন্ত্রের জাল বুনছে ঈর্ষান্বিত চক্র: নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৫: ১১
ষড়যন্ত্রের জাল বুনছে ঈর্ষান্বিত চক্র: নাছির

বাংলাদেশের বিস্ময়কর উন্নতি যখন সারা বিশ্বে প্রশংসিত, তখন একটি চক্র ঈর্ষান্বিত হয়ে নানা ষড়যন্ত্রের জাল বুনছে বলে অভিযোগ করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, ‘আমেরিকা ভুল তথ্য ও ভুয়া অভিযোগের ভিত্তিতে র‍্যাবের বর্তমান ও সাবেক দুই প্রধানসহ ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিশ্ব জানে আমেরিকা কত অমানবিক।’ সারা পৃথিবীকে তারা (আমেরিকা) উত্তপ্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে মহানগর আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে এমন মন্তব্য করেন আ জ ম নাছির। গতকাল শনিবার পুরোনো রেল স্টেশন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

সমাবেশে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, নজিরবিহীন ত্যাগের বিনিময়ে মুক্তিযুদ্ধের অর্জিত বিজয় ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একটি ঐতিহাসিক ঘটনা। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে।’ তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ সেই লক্ষ্যে পৌঁছে গেছে। এই অর্জন ধরে রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শফর আলী, শেখ মো. ইসহাক, কোষাধ্যক্ষ আবদুচ ছালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত