Ajker Patrika

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১০: ২৮
Thumbnail image

রাজধানীর পল্লবী থানার একটি চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন ওই মামলার তদন্ত কর্মকর্তা।

অভিযোগপত্রভুক্ত অন্য চার আসামি হলেন জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী ও স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার। আসামিদের মধ্যে শাহরিয়ার পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

গত ২ আগস্ট রাতে জয়যাত্রা টিভির ভোলা প্রতিনিধি আব্দুর রহমান তুহিন পল্লবী থানায় চাঁদাবাজির মামলা করেন। এতে হেলেনা, হাজেরা, আরিফ, নূরী ও শাহরিয়ার ছাড়াও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়। বাদীর অভিযোগ, জয়যাত্রা টিভিতে প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার পর প্রতি মাসে তাঁর কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের চাঁদা আদায় করা হতো।

এর আগে ২৯ জুলাই রাতে গুলশান-২ নম্বর এলাকার বাসায় অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‍্যাব। পরে র‍্যাব বাদী হয়ে গুলশান থানায় তাঁর বিরুদ্ধে দুটি মামলা করে।

ওই রাতেই পল্লবীতে জয়যাত্রা টিভির অফিসেও অভিযান চালায় র‍্যাব। অনুমোদন ছাড়া আইপি টিভি চালানোর অপরাধে হেলেনার বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে পল্লবী থানায় আরেকটি মামলা হয়। এরপর আব্দুর রহমান পল্লবী থানায় চাঁদাবাজির মামলাটি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত