Ajker Patrika

চরে আছে, হিসাবে নেই

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৪: ০১
চরে আছে, হিসাবে নেই

চাঁদপুরের হাইমচর উপজেলায় গত ১০ বছরে নতুন নতুন চর জেগেছে। এতে মানুষের মনে আশা জাগে। আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো চরে বসতি স্থাপন করেন।

এত দিনে লোকজন বেড়ে গেছে বহু গুণ। ১১ বছরের আগের জনশুমারির তথ্য অনুযায়ী সরকারি উন্নয়ন, ত্রাণ, কিংবা বিশেষ বরাদ্দ হয় এখানে। জনপ্রতিনিধিরা বলছেন, জনসংখ্যার প্রকৃত চিত্র সরকারি হিসাবে না থাকায়, এসব চরাঞ্চলের মানুষের জন্য সরকারি যে বরাদ্দ আসে, তা একেবারেই অপ্রতুল। উন্নয়নের বাইরে থেকে যাচ্ছেন চরের অনেক মানুষ।

বিষয়টি নিয়ে উপজেলা পরিষদের সর্বশেষ মাসিক উন্নয়ন সমন্বয় সভায় ব্যাপক আলোচনা হয়। উপজেলায় জনবসতি ও জনসংখ্যার সঠিক তথ্য হালনাগাদ না করায় সরকারি উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী, এমন অভিযোগ করেছেন চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলী ও গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী।

তাঁরা বলেন, উপজেলার প্রত্যেক ইউপিতে ভোটার সংখ্যার সঙ্গে জনসংখ্যার তথ্য মিল না থাকায় উন্নয়ন বরাদ্দ কম পাওয়া যায়।

ওই সভায় চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলী অভিযোগ করে বলেন, চরভৈরবী ইউনিয়নে বর্তমানে ভোটার সংখ্যা ১৫ হাজার ৫০০, জনশুমারি অনুযায়ী পরিসংখ্যান বিভাগের তথ্যমতে জনসংখ্যা দেখানো আছে ১৪ হাজার ৫৩৯ জন। প্রকৃতপক্ষে জনসংখ্যা হবে প্রায় ৪০ হাজার।

তিনি বলেন, জনশুমারি তথ্য হাল নাগাদ না হওয়ায় চরভৈরবী ইউনিয়নের অতিরিক্ত জনগণ সরকারি সব ধরনের সুবিধাবঞ্চিত হচ্ছে। এই ইউনিয়নে ভূমির পরিমাণ দেখানো হয়েছে ২ হাজার ৫০০ একর, বাস্তবে নদীর পূর্ব পাড় মূল ভূখণ্ড এবং মেঘনায় জেগে ওঠা চর এলাকাসহ ভূমির পরিমাণ হবে প্রায় ৫ হাজার একর। ভূমি এবং জন জরিপ হালনাগাদ করে সরকারি বরাদ্দ পুনর্নির্ধারণ করার আহ্বান জানান তিনি।

গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজি বলেন, গাজীপুর ইউনিয়নে ভোটার ৩ হাজার ১৪৭ জন। আর ২০১১ সালের জনশুমারি অনুযায়ী জনসংখ্যা ৩ হাজার ৬২৯ জন। অথচ বাস্তবে চরাঞ্চলের ওই এলাকার মোট জনসংখ্যার অর্ধেকের অনেক কম লোক ভোটার। ফলে গাজীপুর ইউনিয়নবাসী সরকারি বরাদ্দ বঞ্চিত হচ্ছে।

উপজেলা পরিসংখ্যান বিভাগের প্রতিনিধি রেহানা বেগম বলেন, জনশুমারি ২০১১ সালের পর তথ্য হালনাগাদ না হওয়ায় তথ্যের গরমিল রয়েছে। জনশুমারি হাল নাগাদ হলে এ সমস্যা দূর হবে।

সভায় হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী হাইমচর উপজেলায় জনশুমারি হালনাগাদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনশুমারি হালনাগাদ না হওয়ায় সমগ্র হাইমচর উপজেলাবাসী সরকারি বরাদ্দ বঞ্চিত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত