Ajker Patrika

নদীর মাটি লুট, তিন লাখ টাকা জরিমানা

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১১: ৫২
নদীর মাটি লুট,   তিন লাখ টাকা   জরিমানা

দেবিদ্বারে গোমতী নদীর পাড় এলাকায় অবৈধভাবে মাটি কাটার ধুম পড়েছে।প্রতি বছর শীত আসলে শুরু হয় অবৈধভাবে মাটি কাটি।

গতকাল মঙ্গলবার দুপুরে গোমতী নদীর বেগমাবাদ এলাকায় এ নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটি কাটার দায়ে তিন ব্যক্তিকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় একটি ট্রাক্টর জ্বালিয়ে দেওয়া হয়।

চরবাকর এলাকার মো. সোহাগ, একই এলাকার মো. মজিবুর রহমান ও মো. শরীফুল ইসলামকে এ জরিমানা করা হয়।

স্থানীয় বাসিন্দা জানান, প্রতি বছর শীত আসলে এ এলাকায় ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে যায়। ঘর-বাড়ি বিছানাপত্রে বালুর স্তূপ পড়ে। দুর্ভোগ পোহাতে হয় রাস্তা ঘাটে চলাচল করা মানুষের। তাঁরা অভিযোগ করে আরও বলেন, গোমতী নদীর মাটি কাটার পেছনে পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু চক্র জড়িত। তাঁরা মাটি কাটার সিন্ডিকেট থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। উপজেলা প্রশাসন বারবার অভিযান পরিচালনা করলেও সিন্ডিকেটকে বন্ধ করা যাচ্ছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক উন নবী তালুকদার এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, আটক ব্যক্তিকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে এক বছরের জেল দেওয়া হবে। গোমতী নদীকে বাঁচাতে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন। যারা মাটি কাটার সঙ্গে জড়িত এদের কাউকে ছাড় দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত