Ajker Patrika

রূপগঞ্জে সাবেক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে সাবেক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাকিব হাসান (২২) নামে ছাত্রলীগের এক সাবেক কর্মী খুন হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোলাকান্দাইল কাঠপট্টি এলাকায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে রাকিবের অনুসারীরা রাতেই স্থানীয় শ্রমিক লীগ নেতা দেলোয়ারের বাড়ি ও দোকানপাটে আগুন ধরিয়ে দেন। সেই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।

এ ঘটনায় রাকিবের বড় বোন আঁখি গতকাল বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন বলেন, নিহত রাকিব একই এলাকার হারুন মিয়ার ছেলে। রাকিবের বোন ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করে মামলা করেছেন। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, রাত সাড়ে ৯টার দিকে কাঠপট্টি এলাকায় একদল ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাকিবকে হত্যা করে। ছিনতাই ও মাদক মামলায় সম্প্রতি রাকিব গ্রেপ্তার হয়েছিলেন। স্থানীয়ভাবে রাকিব ও কাউসারের সঙ্গে শ্রমিক লীগ নেতা দেলোয়ারের বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, মাদক-সংশ্লিষ্ট বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। কিছুদিন আগে রাকিবের সঙ্গে দেলোয়ারের অনুসারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছিল।

রাকিবের স্বজনদের অভিযোগ, রাকিব এক সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর সঙ্গে ইউনিয়ন শ্রমিক লীগ নেতা দেলোয়ারের বিরোধ শুরু হয়। সেই বিরোধের জেরেই তাঁকে কুপিয়ে হত্যা করেছে।

এদিকে রাকিবকে হত্যার পরপর তাঁর স্বজন ও অনুসারীরা মিছিল করে দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা চালান। তাঁরা দেলোয়ারের বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেন। এরপর ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।

কাঞ্চন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রফিকুল ইসলাম বলেন, দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিভিয়ে ফেলে। তদন্ত শেষে ক্ষতির পরিমাণ জানা যাবে। 
সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, রাকিব খুনের ঘটনায় তাঁর অনুসারীরা ক্ষুব্ধ হয়ে রাতে অগ্নিসংযোগ করেছিলেন। ইতিমধ্যে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত