Ajker Patrika

প্রধানমন্ত্রীর প্রার্থীর পক্ষেই থাকব

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১০: ৫৯
প্রধানমন্ত্রীর প্রার্থীর পক্ষেই থাকব

নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে সাংসদদের বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা আছে। এটা একটি আইন। আমি সংসদের আইন প্রণেতা হয়ে তা লঙ্ঘন করতে পারি না। আমার কথা ছিল প্রধানমন্ত্রী যাকে নৌকা মার্কা দেবেই তিনিই নির্বাচন করবেন। তাকেই আমরা সমর্থন দেব।’

গতকাল সোমবার রাতে সিটি নির্বাচনে নিজের ও জাতীয় পার্টির অবস্থান প্রসঙ্গে একান্ত আলাপচারিতায় এই মন্তব্য করেন সেলিম ওসমান। তিনি আরও বলেন, আমরা জাতীয় পার্টি থেকে কাউকে নমিনেশন দিই নাই। আমরা চাইলে প্রার্থী দিতে পারতাম। কিন্তু না দেওয়াটাই তো আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে আমাদের অবস্থান ও সহযোগিতা। যদিও কেউ আমাদের সহায়তা চায়নি তবুও প্রধানমন্ত্রীর প্রার্থীর পক্ষেই থাকব।

তৈমূর আলম ইস্যুতে সেলিম ওসমান বলেন, ‘আরেক প্রার্থী বলেছেন সংসদ সদস্যদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হবে। তাঁকে সাপোর্ট দেওয়ার প্রশ্নই উঠে না। তবে আমি কাউকে মাফও চাইতে বলিনি, কাঁদতেও বলিনি। কিন্তু আমি মনে করি আমাকে ধমক দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত