Ajker Patrika

অভিষেকের আগেই তৃতীয় সিনেমায় স্নিগ্ধা

অভিষেকের আগেই তৃতীয় সিনেমায় স্নিগ্ধা

‘সোনার চর’ দিয়ে প্রথম বড় পর্দার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা। জাহিদ হোসেনের পরিচালনায় এতে তাঁর বিপরীতে কাজ করছেন জায়েদ খান। এরপর কাজ শেষ করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের ‘সুবর্ণভূমি’ সিনেমার। এতে তাঁর সহশিল্পী আব্দুন নূর সজল। এটিও নির্মাণ করেছেন জাহিদ হোসেন। দুটি সিনেমা বড় পর্দায় মুক্তির আগেই তৃতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এই নায়িকা। সিনেমার নাম ‘পাপী’। পরিচালনা করবেন সুলতান মজুমদার। এতে একজন সাহসী আর সংগ্রামী নারীর ভূমিকায় দেখা যাবে স্নিগ্ধাকে। সিনেমায় তাঁর সহশিল্পী শ্যামল মাওলা।

নতুন সিনেমা নিয়ে স্নিগ্ধা বলেন, ‘থ্রিলার ঘরানার গল্পে নির্মিত হবে পাপ। পাপড়ি নামের সাহসী ও সংগ্রামী নারীর চরিত্রে দেখা যাবে আমাকে। এই চরিত্রটির একটা অতীত আছে, যা সব সময় যন্ত্রণা দেয় তাকে। মানুষের প্ররোচনায় একটা সময় খারাপ পথে পা বাড়ায়। গল্প মোড় নেয় ভিন্ন দিকে। বাকিটা জানতে প্রেক্ষাগৃহে যেতে হবে। আশা করছি, শ্যামল ভাইয়ের সঙ্গে আমার প্রথম এবং ক্যারিয়ারের তৃতীয় সিনেমাটি দর্শকেরা পছন্দ করবেন।’

১৫ জুন থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জে শুটিং শুরু হবে সিনেমাটির। একটানা শুটিংয়ে শেষ হবে কাজ। এরপর সম্পাদনা শেষে মুক্তির তারিখ নিয়ে সিদ্ধান্ত হবে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, মাফতুহা জান্নাত জিম প্রমুখ।

এদিকে মুক্তির অপেক্ষায় থাকা অন্য সিনেমা দুটি নিয়েও আশাবাদী স্নিগ্ধা। তাঁর ভাষ্যমতে, অনেক যত্ন নিয়ে সিনেমা দুটি নির্মাণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত