Ajker Patrika

বিশ্ব পরিবেশ দিবসে সভা শোভাযাত্রা ও বৃক্ষরোপণ

আজকের পত্রিকা ডেস্ক
বিশ্ব পরিবেশ দিবসে সভা শোভাযাত্রা ও বৃক্ষরোপণ

‘পরিবেশদূষণ বন্ধ করি, বাসযোগ্য পৃথিবী গড়ি’—এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। গতকাল রোববার নীলফামারী, দিনাজপুর ও গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:

সৈয়দপুর: সকালে দিবসটি উপলক্ষে ‘একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’-এর ওপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা পাইলট। সভাপতিত্ব করেন সেতুবন্ধন যুব সংস্থার সভাপতি আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব মো. জাকির হোসেন, তথ্য উদ্যোক্তা সানোয়ার হোসেন রাজু প্রমুখ।

ডিমলা: সকালে উপজেলা পরিবেশ সংরক্ষণ ও আর্থসামাজিক উন্নয়ন অ্যাসোসিয়েশন এবং পল্লীশ্রীর আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ নাথ রায়, ইউপি চেয়ারম্যান সামছুল হক প্রমুখ।

গাইবান্ধা: সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের, জেলা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. ফয়সাল আজম, জেলা সামাজিক বনায়ন কর্মসূচির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার জান্নাতুন ফেরদৌস ঊর্মি, প্রেসক্লাবের সভাপতি কে এম রেজাউল হক।

দিনাজপুর: সকালে প্রশাসক সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জয়নুল আবেদিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বারিউল করিম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার দিনাজপুর-এর উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এডিসি জেনারেল মো. শরিফুল ইসলাম প্রমুখ।

হাবিপ্রবি: দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করা হয়। দিনের শুরুতে সকাল ১০টার দিকে প্রশাসনিক ভবন-সংলগ্ন ফাঁকা অংশে একটি স্বর্ণচাঁপা গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান। উপস্থিত ছিলেন হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।

ফুলবাড়ী (দিনাজপুর): বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোছা শামিমা আক্তার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. রুম্মান আক্তার, ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, ইউপি সদস্য মো. মানিক রতন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমসের আলী মণ্ডল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত