Ajker Patrika

বিচ্ছিন্ন সহিংসতায় ১৩ ইউপিতে ভোট

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৭: ১০
বিচ্ছিন্ন সহিংসতায় ১৩ ইউপিতে ভোট

নড়াইলে ১৩টি ইউনিয়নে কয়েকটি কেন্দ্রে সহিংসতা,ধাওয়া, পাল্টা-ধাওয়া, দোকান ভাঙচুরসহ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার নির্বাচন সম্পন্ন হয়েছে। ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দ্বিতীয় ধাপে সদর উপজেলার এসব ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আউড়িয়া ইউনিয়নের চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রার্থীর সমর্থক জেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুর রহমানসহ ২ জনকে আওয়ামী লীগ বিদ্রোহী আকরাম হোসেন ভূঁইয়ার সমর্থকেরা মারধর করলে দুপক্ষের মধ্যে দুদফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

চন্ডিবরপুর ইউনিয়নে চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ২০০ গজ আগে একটি দোকানে ইউপি সদস্য প্রার্থী মশিউর রহমানের সমর্থকেরা ভোটারদের ভোটার স্লিপ দেওয়ার সময় অপর ইউপি সদস্য প্রার্থী হাবিবুর রহমানের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে মশিউরের সমর্থক সাবেক ইউপি সদস্য হাদিয়ার শেখ (৬৫), তাঁর পুত্র শাহীন শেখ (৩৫), বুকার শেখ (৫৫) ও সজিব শেখ (৩০) আহত হয়। এ সময় ২০ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে পুলিশ, বিজিবি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বেলা ১১টার দিকে সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতি এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উজ্জ্বল শেখের লোকজন নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের মারধর করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত কবীর বলেন, সমস্ত ইউনিয়নেই উত্তেজনা ছিল। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ১৩ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত