Ajker Patrika

প্রস্তাব দিতে চীনা প্রতিষ্ঠানকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১০: ১৯
প্রস্তাব দিতে চীনা প্রতিষ্ঠানকে নির্দেশ

চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব দিতে চীনা পরামর্শক প্রতিষ্ঠান সিনোহাইড্রো ব্যুরো অ্যান্ড কোম্পানি লিমিটেডকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই প্রকল্প নিয়ে মন্ত্রণালয়ে এক পর্যালোচনা সভা হয়। সেখানে আলোচনা শেষে ওই প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘মেট্রোরেল চালুর বিষয়ে আমরা প্রাক-সম্ভাব্যতা যাচাই করেছিলাম। সেটা মন্ত্রণালয়কে জানিয়েছি। বিস্তারিত সম্ভাব্যতা যাচাই করতেও মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিলাম। আজ (গতকাল) এটি নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। সেখানে চীনা পরামর্শক প্রতিষ্ঠানকে তাদের প্রস্তাব পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।’

এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ে প্রস্তাব জমা দেওয়ার পর প্রকল্পটি নিয়ে তারা পরবর্তীতে সিদ্ধান্ত দেবে। প্রতিষ্ঠানটিকে বিস্তারিত সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হবে সে সিদ্ধান্তও পরে নেওয়া হবে।

তবে বৈঠকে উপস্থিত থাকা চসিকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানিয়েছেন, চীনা ওই পরামর্শক প্রতিষ্ঠানকে বিস্তারিত সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। এর জন্য প্রতিষ্ঠানটিকে মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

চসিক সূত্রে জানা গেছে, ২০১৬ সালে প্রথমবার চসিকের মাধ্যমে নগরীতে মেট্রোরেল চালু করতে আগ্রহ প্রকাশ করে সিনোহাইড্রো ব্যুরো অ্যান্ড কোম্পানি লিমিটেড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত