Ajker Patrika

গন্তব্য যেতে দ্বিগুণ ভাড়া, সময়ও বেশি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৭: ৩১
গন্তব্য যেতে দ্বিগুণ ভাড়া, সময়ও বেশি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

গণপরিবহন না চলায় অটোরিকশা ও ভ্যানে যেতে হচ্ছে গন্তব্যে। তবে যাত্রীদের ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ। সময় লাগছে স্বাভাবিকের চেয়েও বেশি।

সরেজমিনে দেখা গেছে, ভাঙ্গা বাজারপাড় বাসস্ট্যান্ড যাত্রীদের ব্যাপক ভিড় দেখতে পাওয়া যায়। সবাই বাইরে বের হয়েছেন জরুরি প্রয়োজনে। কিন্তু গণপরিবহন না চলায় গন্তব্যে যেতে পারছেন না সময় মতো।

এ যাত্রীদের পড়তে হয়েছে বিড়ম্বনায়। ঢাকা কিংবা বরিশালে অটোরিকশায় ভেঙে ভেঙে যেতে হচ্ছে গন্তব্যে। তাদের অভিযোগ অটোরিকশায় স্বাভাবিক সময়ের চেয়ে দেড়গুণ থেকে ২ গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে।

ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে কথা হয় বরিশালের বাবুগঞ্জ উপজেলার আসগর আলী (৫৫) মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘আমি রাজবাড়ী থেকে তিনবার অটোরিকশা পরিবর্তন করে ভাঙ্গায় এসেছি। এখন ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত আরও কয়েকবার অটো পাল্টাতে হবে জানি না। অটোরিকশার চালকেরা ভাড়াও নিচ্ছেন বেশি। যত বিপদ আমাদের মতো সাধারণ মানুষের।’

ভাঙ্গা থেকে ঢাকাগামী নুরুল ইসলাম (৪২) বলেন, ‘আমি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমাকে আজ (রোববার) ঢাকা পৌঁছাতে হবে। আমি এসেছি গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে। পথে আমাকে দুবার অটো পাল্টাতে হয়েছে। ঢাকা কীভাবে যাব এবং কখন পৌঁছাব কিছুই জানি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত