Ajker Patrika

‘খালেদার সঙ্গে সরকার অমানবিক আচরণ করছে’

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৬: ১৯
‘খালেদার সঙ্গে সরকার অমানবিক আচরণ করছে’

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সরকার নিষ্ঠুর ও অমানবিক আচরণ করছে। বর্তমানে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে মেডিকেল বোর্ডের পরামর্শ মতো বিদেশে চিকিৎসার অনুমতি না দেওয়া চরম নিষ্ঠুরতা। প্রতিহিংসা, সংকীর্ণতা, দল ও ব্যক্তিস্বার্থ পরিহার করে বেগম খালেদা জিয়াকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য অনুমতি দিন।’

গতকাল শুক্রবার বেলা ১১টায় কেন্দ্র ঘোষিত ৩০ নভেম্বর মঙ্গলবার খুলনা বিভাগীয় সদরে সমাবেশ সফলের লক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক সাংসদ মঞ্জু খুলনা বিএনপির হাজার হাজার নেতা-কর্মীরা খালেদা জিয়ার জন্য জীবন দিতে প্রস্তুত উল্লেখ করে বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে সরকারের বক্তব্য দাম্ভিকতা ও রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে সরকারকে রাজনীতি ও প্রতিবন্ধকতা সৃষ্টি না করে অবিলম্বে বিদেশে সুচিকিৎসার জন্য সহযোগিতার ব্যবস্থা করতে হবে। অন্যথায় যেকোনো পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।’

সভায় বক্তব্য রাখেন জেলা সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, আমির এজাজ খান, মোশাররফ হোসেন, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, শেখ মোশাররফ হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত