Ajker Patrika

আজ বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

বিএনপিসহ বিরোধীদের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল আজ মঙ্গলবার। এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে হরতাল পালনের ঘোষণা দিয়েছে দলগুলো। আগের ঘোষণা অনুযায়ী গতকাল সোমবার এই কর্মসূচি পালনের কথা থাকলেও কুয়েতের আমিরের মৃত্যুতে তারিখ পরিবর্তন করা হয়। গত রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পরিবর্তিত তারিখ ঘোষণা করেন।

গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী হরতাল সফল করতে দলের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘এই হরতাল এক দফা দাবি আদায়ের হরতাল। আমাদের সর্বস্তরের নেতা-কর্মীরা এই হরতালে সাহসের সাথে রাজপথে বেরিয়ে এসে শান্তিপূর্ণ হরতাল পালন করবেন। সকলের প্রতি আহ্বান, সর্বাত্মকভাবে হরতাল পালন করুন।’

এদিকে হরতালের সমর্থনে গতকাল সন্ধ্যায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে গত ২৮ অক্টোবরের পর থেকে দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি। সবশেষ ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় তাদের ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয়।

বিএনপির পাশাপাশি সমমনা বিভিন্ন দল ও জোট হরতাল-অবরোধের কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী এবং যুগপৎ আন্দোলনে যুক্ত গণতন্ত্র মঞ্চ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোটসহ আরও অনেক দলের পক্ষ থেকে হরতালের ডাক দেওয়া হয়েছে। গতকাল এক বিবৃতিতে হরতাল সফল করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত