Ajker Patrika

আমনে লাভবান হওয়ায় বোরোতে উৎসাহ কৃষকের

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৩০
আমনে লাভবান হওয়ায় বোরোতে উৎসাহ কৃষকের

আমন ধানে লাভবান হওয়ায় ব্যাপক উৎসাহ নিয়ে বোরো ধান চাষে ঝুঁকেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার প্রান্তিক কৃষকেরা। খেত থেকে আমন ধান কাটার পরপরই কৃষকেরা ব্যস্ত হয়ে পড়েছেন বোরো বীজতলা করা, চারা তুলে জমিতে রোপণ করতে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দুর্বার, অগ্রণী, বিরি-২৮, বিরি-২৯, বিরি-৬৭, বিরি-৮৯, হীরা-৬, হীরা হাইব্রিড ও উপশী জাতের ধান চাষ করা হয়েছে। চলতি বছর বোরো ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার হেক্টর জমি, যা গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ।

সরেজমিন উপজেলার দাসপাড়া, কালাইয়া ও নাজিরপুরের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, কৃষকেরা ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন। কেউ সেচ দিয়ে জমি প্রস্তুত, আবার কেউ কেউ বীজতলা থেকে চারা তুলে খেতে রোপণ করছেন।

দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের কৃষক মো. জাকির হোসেন বলেন, আমন ধানে লাভবান হওয়ায় কোনো অপেক্ষা না করেই তাঁরা বোরো ধান আবাদ শুরু করেছেন। গত বছর তাঁরা ১৫ একর জমিতে বোরো চাষ করলেও চলতি মৌসুমে ২২ একরের বেশি জমি প্রস্তুত করেছেন বোরো চাষের জন্য। আবহাওয়া অনুকূলে থাকলে চালের দাম যদি চলতি বাজারের মতো থাকে, তাহলে বোরো ধানে লাভবান হওয়ার আশা করা যাচ্ছে।

কালাইয়া ইউনিয়নের চরকালাইয়া গ্রামের বর্গাচাষি বাদল প্যাদা বলেন, ‘অব্যাহত লোকসানের মুখে ধান চাষ প্রায় কমিয়ে দিয়েছিলাম। আমন চাষের পর আমাদের বোরো চাষ করার কোনো আগ্রহই ছিল না। কিন্তু দুই বছর ধরে আমন ধানের দাম বেশি পাওয়ায় ধান চাষের পরিমাণ বাড়িয়ে দিয়েছি।’ খেত থেকে আমন ধান কাটার পরপরই বোরোর জন্য জমি প্রস্তুত করছেন। তবে বোরো বীজের কোনো সংকট দেখা না দিলে আমনের মতো বোরো ধানেও লাভবান হওয়ার আশা করছেন কৃষক বাদল প্যাদা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান হিমু বলেন, বোরো চাষ গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ হবে। গতবার ছিল সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে, আর চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার হেক্টর। বোরো চাষে কৃষককে উৎসাহ দেওয়ার জন্য ইতিমধ্যে ২ হাজার ৮০০ কৃষককে সার-বীজ দেওয়া হয়েছে। আমনের মতো বোরো ধানেরও যেন বাম্পার ফলন হয়, এর জন্য কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত