Ajker Patrika

পদ পাওয়ার পর তাঁরা বলছেন, ছাত্রদল করেন না

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩৭
পদ পাওয়ার পর তাঁরা বলছেন, ছাত্রদল করেন না

মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভার নয়টি ওয়ার্ডে ছাত্রদলের কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা কমিটি। কমিটিতে সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পদ পাওয়া ব্যক্তিরা ছাত্রদল নয়, ছাত্রলীগ করেন বলে দাবি করেছেন।

জানা গেছে, গত বুধবার সিঙ্গাইর পৌরসভার নয়টি ওয়ার্ডে ছাত্রদলের কমিটি দেওয়ার পর পদপ্রাপ্ত অনেকেই নিজেদের ছাত্রলীগ কর্মী দাবি করে নিজেদের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন। তাঁদের কেউ কেউ নিজেকে মুজিব আদর্শের সৈনিক বলে দাবি করেন। আবার কেউ নিজেকে জয় বাংলার লোক ও ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দেন। ফেসবুকে এ সংক্রান্ত স্ট্যাটাস দেওয়া ব্যক্তিরা হলেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. তানজিম সিদ্দিক, সাধারণ সম্পাদক মো. আসিফ, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. নাইমুর রহমান মুরাদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. সবুজ হোসেন, ক্রীড়া সম্পাদক মো. আব্দুল, ৩ নম্বর ওয়ার্ডের শিল্প-সাহিত্য বিষয়ক সম্পাদক মো. আলিফ, প্রচার সম্পাদক মো. সাগর হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. রাব্বি।

এর মধ্যে মো. আসিফ তাঁর স্ট্যাটাসে লেখেন, ‘আমি জয় বাংলার লোক, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমার অজান্তেই সাধারণ সম্পাদক পদে নাম দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি ছাত্রলীগের কর্মী, সারা জীবন বঙ্গবন্ধু আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করব।’

নাঈমুর রহমান মুরাদ লেখেন, ‘আমি নিজ ইচ্ছায় ছাত্রদল ত্যাগ করলাম। এই কমিটির বিষয়ে আমি অবগত ছিলাম না। আমার অজান্তেই নাম দেওয়া হয়েছিল। আমি ছাত্রদলের সঙ্গে জড়িত ছিলাম না, ভবিষ্যতেও থাকব না ইনশা আল্লাহ। আমি জয় বাংলার লোক। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

এ বিষয়ে মন্তব্য জানতে নাঈমুর রহমান বলেন, ‘ফেসবুকে যা লিখেছি, সেটিই আমার বক্তব্য।’

সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফাহিম বলেন, ‘ঘোষিত পৌর ছাত্রদলের অধিকাংশ নেতারাই আমাদের উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী। আমাদের কর্মীদের নাম দিয়ে ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।’

সিঙ্গাইর পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আলমাছ হোসেন বলেন, ‘কমিটিতে নাম দেওয়া আগে সবার অনুমতি নেওয়া হয়েছে। রাজনৈতিক পরিস্থিতির কারণে তাঁরা এখন ভিন্ন মত পোষণ করছেন। তবে খুব দ্রুত কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত