Ajker Patrika

ছাগল পালনে চমক যুবক মফিজুলের

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৪: ১১
Thumbnail image

সাতক্ষীরার তালা সদরের মাঝিয়াড়া গ্রামে ছাগলের খামার গড়ে সাফল্য পেয়েছেন মফিজুল ইসলাম নামে এক যুবক। ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার গড়ে তুলেছেন তিনি। মফিজুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন পোশাক কারখানায় কাজ করতেন। এই কাজ ছেড়ে ২০১৯ সালে নিজেই ১৯টি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করেন।

প্রথম বছর মফিজুল ইসলাম খামারের ২৮টি ছাগলের বাচ্চা মারা যায়। তবু তিনি থেমে থাকেননি। নিজে বসতবাড়ির পাশেই গড়ে তুলেছেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার। লাভ বেশি হওয়ায় আরও বড় পরিসরে খামার করতে চান তিনি। এখন তাঁর খামারে ছোট-বড় মিলিয়ে ছাগলের সংখ্যা ৬০টি। যেখান থেকে তাঁর বছরে আয় প্রায় ৪ লাখ টাকা। তাঁর খামারে ব্ল্যাক বেঙ্গল ছাগলের পাশাপাশি দেশি ছাগলও রয়েছে। মফিজুলের সফলতা দেখে অনেকেই ছাগলের খামার করতে তাঁর কাছ থেকে পরামর্শ নিচ্ছেন।

মফিজুল ইসলাম আরও জানান, ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে দুইবার বাচ্চা দেয়। প্রতিবার প্রজননে ২ থেকে ৪টা বাচ্চা হয়। রোগবালাইও কম হয়। বছরে একবার টিকা দিলেই আর কোনো ওষুধ লাগে না। একটি ছাগল প্রতিদিন ১৫ থেকে ২০ টাকার খাবার খায়। ছাগলকে খাওয়ানো হয় গম, ভুট্টা, ছোলা বুটের গুঁড়ো, সয়াবিন ও ঘাস। তাই অল্প খরচে বেশি আয় করা সম্ভব।

তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ বলেন, মফিজুল ইসলাম ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছেন। দেশি ছাগলের পাশাপাশি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করার জন্য তালা উপজেলায় প্রায়ই প্রশিক্ষণের আয়োজন করা হয় এবং কয়েকজনকে অর্থ সহায়তাও দেওয়া হয়েছে।

মাছুম বিল্লাহ আরও বলেন, ‘উপজেলাতে মোট ১১৯টি ছোট-বড় ছাগলের খামার রয়েছে। মোট ছাগল রয়েছে ৪৭ হাজার ৫৫১টি। আমরা নিয়মিত তাদের ওই ছাগলের খামার পরিদর্শনের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত