Ajker Patrika

মাত্র ৮০০ টাকার জন্য প্রতিবেশীর হাতে খুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২২, ১৫: ১১
Thumbnail image

কোম্পানীগঞ্জে মাত্র ৮০০ টাকার জন্য হাফিজুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। তাঁরই এক প্রতিবেশীর হাতে তিনি খুন হন।

কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামে গত শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। হাফিজুর রহমান ওই গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে।

এ ঘটনায় গতকাল রোববার নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন। মামলার মূল আসামি ফয়জুল বারীকে (৩০) স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ।

পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, হাফিজ ও ফয়জুল বারী ভোলাগঞ্জ বাজারের ব্যবসায়ী। পাশাপাশি তাঁদের মুরগির দোকান রয়েছে। ব্যবসার প্রয়োজনে ফয়জুল বারী প্রতিবেশী হাফিজের কাছ থেকে ৮০০ টাকা ধার নেন।

গত শনিবার রাতে তিনি হাফিজের কাছে টাকা ফেরত চান। কিন্তু হাফিজ ওই মুহূর্তে টাকা দিতে না পারায় বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফয়জুল বারী লাঠি দিয়ে হাফিজের মাথায় আঘাত করেন। হাফিজ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ছয়জনকে আসামি করে মামলা করেছেন। মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত