Ajker Patrika

বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ পাঁচ বছরেও শুরু হয়নি

জুয়েল বিশ্বাস, নেত্রকোনা
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১১: ২২
বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ পাঁচ বছরেও শুরু হয়নি

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নেত্রকোনায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগ নেয় সরকার। পাঁচ বছরের বেশি সময় আগে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও এখনো কাজ শুরু হয়নি। জেলার ব্যবসায়ী নেতারা বলছেন, এই এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হলে পিছিয়ে পড়া মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রকল্পটির কাজ শুরুর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। শিগগিরই ভূমি অধিগ্রহণের কাজ শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৭ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের চতুর্থ সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। ২০১৮ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সফরকালে ‘নেত্রকোনা বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এরপর দীর্ঘদিন পার হলেও প্রকল্পের কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। জানা গেছে, পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটি এই প্রকল্প নিয়ে কয়েকটি সভাও করেছে। এটি চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দবিহীন প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। প্রকল্প বাস্তবায়ন মেয়াদ ধরা হয়েছিল ২০২২ সনের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। কিন্তু মার্চ চলে যাচ্ছে প্রকল্প শুরু হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প হিসেবে ‘মেঘা প্রকল্প ইকোনমিক জোন’ গড়ার জন্য নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ভদ্রপাড়া ও বর্ণি এলাকার ৫০০ একর জমি প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়। প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়ও অনুমোদন হয়। প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫০৪ কোটি টাকা। প্রকল্প ব্যয়ের এক-তৃতীয়াংশ খরচ হবে জমি কেনা ও উন্নয়নে। ৫০০ একর জমি অধিগ্রহণে ৩৫৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে, যা মোট অনুমিত ব্যয়ের ২৩ দশমিক ৬ শতাংশ। ভূমি উন্নয়নে ব্যয় হবে ১৬৫ কোটি টাকা, যা মোট ব্যয়ের প্রায় ১১ শতাংশ।

নেত্রকোনা জেলা চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, দেশের পিছিয়ে পড়া অঞ্চলে শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার এই ধরনের অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নেয়। নেত্রকোনা জেলাকেও এই জন্য বেছে নেওয়া হয়। অর্থনৈতিক অঞ্চলটি স্থাপন হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে। এতে ওই এলাকায় ব্যবসা-বাণিজ্য বাড়বে।

এ প্রসঙ্গে নেত্রকোনা চেম্বার অব কমার্সের সহসভাপতি এই আর খান পাঠান সাকি বলেন, ‘অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হলে পিছিয়ে পরা নেত্রকোনার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। মানুষের আশার সঞ্চার হয়েছিল। কিন্তু প্রকল্পটি আটকে আছে দীর্ঘদিন ধরে। প্রকল্পটির বাস্তবায়ন হলে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান যেমন বাড়বে তেমনি অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

এ প্রসঙ্গে নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, প্রকল্পটির কাজ শুরুর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে ভূমি অধিগ্রহণের কাজ শুরু করা হবে। বেজা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত