Ajker Patrika

মেলায় চাকরি পাবেন ৫০০ যুবক

পবা প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২০: ৩০
Thumbnail image

রাজশাহীর পবা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে চাকরি মেলা। মেলার মাধ্যমে ৫০০ জন বেকার যুবক চাকরির সুযোগ পাবেন।

ইউসেপ বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে ইউসেফ টেকনিক্যাল স্কুলে বিডিজবস ডট কমের সহযোগিতায় চাকরি মেলার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মো. হুমায়ুন কবীর। তিনি বলেন, এই মেলার মাধ্যমে ৫০০ জন কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী চাকরির সুযোগ পাবেন। করোনা-পরবর্তী সময়ে অনেকে পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছেন না। এমন সময় রাজশাহী অঞ্চলের শিক্ষিত বেকার যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে ইউসেফ বাংলাদেশ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।

ইউসেপ বাংলাদেশের উপপরিচালক মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লসমী চাকমা, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর মহাব্যবস্থাপক মো. মাহতাব উদ্দিন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার তাহিয়া শামসুল প্রমুখ।

চাকরি মেলায় বিভিন্ন কোম্পানির ১৪টি স্টল বসানো হয়েছে। মেলাতে দিনভর আগ্রহী প্রার্থীদের সিভি (জীবনবৃত্তান্ত) জমা দিতে দেখা গেছে। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে প্রাথমিক মৌখিক পরীক্ষার (ভাইভা) পর চাকরি চূড়ান্ত করা হবে। এর মধ্য থেকে ৫০০ জনকে চাকরি দেওয়া হবে। এই মেলায় ওয়েব ডিজাইন, অটোমোবাইল, গার্মেন্টস টেকনিশিয়ান, মেশিন টুল অপারেশন, মেকানিক ও ইলেকট্রিশিয়ান, সুইং মেশিন অপারেটর, রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনিং, টেইলারিং ও ড্রেস মেকিং, কোয়ালিটি কন্ট্রোল সুপারভাইজার, কম্পিউটার অপারেটরসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত