Ajker Patrika

দুর্নীতির দায়ে প্রধান শিক্ষক বরখাস্ত

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
দুর্নীতির দায়ে প্রধান শিক্ষক বরখাস্ত

নারী কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ, নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন দায়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদকে বরখাস্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিয়ার রহমান খান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক বরখাস্তের আদেশের খবর নিশ্চিত করেন। এর আগে গত সোমবার সন্ধ্যায় বরখাস্তের খবরে মিষ্টি বিতরণ করেন এলাকাবাসী।

জানা গেছে, ২০১৩ সালে প্রধান শিক্ষক পদে নিয়োগ পান আসাদুজ্জামান আসাদ। এরপর থেকে তিনি স্কুলের ছাত্রীদের বিভিন্ন ফাঁদে ফেলেন। এলাকাবাসী তাঁর এসব কর্মকাণ্ডে একাধিকবার মানববন্ধন ও স্মারকলিপি দেন। এ পরিপ্রেক্ষিতে ২০২০ সালে অক্টোবরে তাঁকে সাময়িক বরখাস্ত করে স্কুলের পরিচালনা পরিষদ। 
পাইস্কা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোলাইমান হোসেন বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরী ২৫ সেপ্টেম্বরের এক চিঠিতে তাঁকে চূড়ান্তভাবে বরখাস্ত করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ গত শনিবার আদেশের কপি পেয়েছে।

স্কুল পরিচালনা পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বাবুল বলেন, ‘এলাকাবাসী সোমবার বিষয়টি জেনে মিষ্টি বিতরণ করেছেন। স্কুলের শিক্ষার মান ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত