জবি প্রতিনিধি
দেশব্যাপী আলোচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আকবর হোসেনের রহস্যজনক মৃত্যুর ১ বছর পেরিয়ে গেলেও এখনো রহস্য উন্মোচিত হয়নি। মামলার তদন্তে অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন আকবরের পরিবার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আকবর হত্যা মামলার দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন আকবরের পরিবার ও সহপাঠীরা।
মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে আকবরের বড় বোন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী লাবনী খানম আঁখি বলেন, ‘আমার ভাইকে গত বছরের ২৭ আগস্ট চট্টগ্রামের একটি ফ্লাইওভার থেকে ফেলে দিয়ে কে বা কারা হত্যা করেছে তা এখনো বের করতে পারেনি প্রশাসন।’
তিনি আরও বলেন, প্রত্যক্ষদর্শীরা যখন আকবরকে হাসপাতালে নেয় তখন তাঁর কোমরের বাম পাশে ভোঁতা অস্ত্রের আঘাতের গভীর ক্ষত ছিল। লাবনী খানম আঁখি আরও বলেন, ১ বছর পার হয়ে গেলেও অপরাধীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। পুলিশ দীর্ঘদিন সন্তোষজনক কোনো তথ্য সংগ্রহ করতে না পারায় তদন্তভার চট্টগ্রাম পিবিআইকে হস্তান্তর করা হয়। কিন্তু পিবিআই, চট্টগ্রামও এখনো কোনো অগ্রগতি করতে পারছে না।
মানববন্ধনে অংশ নেওয়া আকবরের সহপাঠীরা জানান, আকবরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘ ১ বছরেও হত্যার রহস্য সম্পর্কে ধোঁয়াশা কাটেনি।
সম্মেলনে জবি শিক্ষার্থী ওয়াহিদ ডেনি বলেন, মৃত্যুর ১ বছর পার হলেও আকবর কীভাবে চট্টগ্রাম গেল সেটাই জানা গেল না। অথচ তাঁর ফোন রিসেট দেওয়া হয়েছে, কিন্তু কেন দেওয়া হয়েছে তার সদুত্তর তদন্তকারীরা দিতে পারেননি। আকবরের ফেসবুক আইডি বর্তমানে কে চালাচ্ছে সে বিষয়েও তাঁরা বলতে পারছে না। হত্যারহস্য দ্রুত উন্মোচন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এ বিষয়ে কথা হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘এই মামলা পিবিআইতে স্থানান্তর করার জন্য পিবিআই প্রধানের সঙ্গে কথা বলেছি। বর্তমানে মামলার তদন্তের দায়িত্বে থাকা পিবিআই কর্মকর্তার সঙ্গেও কথা হয়েছে। তিনি জানিয়েছেন তদন্তের বিষয়টি একটু সময় সাপেক্ষ, তবে কাজ চলছে।’
দেশব্যাপী আলোচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আকবর হোসেনের রহস্যজনক মৃত্যুর ১ বছর পেরিয়ে গেলেও এখনো রহস্য উন্মোচিত হয়নি। মামলার তদন্তে অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন আকবরের পরিবার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আকবর হত্যা মামলার দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন আকবরের পরিবার ও সহপাঠীরা।
মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে আকবরের বড় বোন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী লাবনী খানম আঁখি বলেন, ‘আমার ভাইকে গত বছরের ২৭ আগস্ট চট্টগ্রামের একটি ফ্লাইওভার থেকে ফেলে দিয়ে কে বা কারা হত্যা করেছে তা এখনো বের করতে পারেনি প্রশাসন।’
তিনি আরও বলেন, প্রত্যক্ষদর্শীরা যখন আকবরকে হাসপাতালে নেয় তখন তাঁর কোমরের বাম পাশে ভোঁতা অস্ত্রের আঘাতের গভীর ক্ষত ছিল। লাবনী খানম আঁখি আরও বলেন, ১ বছর পার হয়ে গেলেও অপরাধীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। পুলিশ দীর্ঘদিন সন্তোষজনক কোনো তথ্য সংগ্রহ করতে না পারায় তদন্তভার চট্টগ্রাম পিবিআইকে হস্তান্তর করা হয়। কিন্তু পিবিআই, চট্টগ্রামও এখনো কোনো অগ্রগতি করতে পারছে না।
মানববন্ধনে অংশ নেওয়া আকবরের সহপাঠীরা জানান, আকবরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘ ১ বছরেও হত্যার রহস্য সম্পর্কে ধোঁয়াশা কাটেনি।
সম্মেলনে জবি শিক্ষার্থী ওয়াহিদ ডেনি বলেন, মৃত্যুর ১ বছর পার হলেও আকবর কীভাবে চট্টগ্রাম গেল সেটাই জানা গেল না। অথচ তাঁর ফোন রিসেট দেওয়া হয়েছে, কিন্তু কেন দেওয়া হয়েছে তার সদুত্তর তদন্তকারীরা দিতে পারেননি। আকবরের ফেসবুক আইডি বর্তমানে কে চালাচ্ছে সে বিষয়েও তাঁরা বলতে পারছে না। হত্যারহস্য দ্রুত উন্মোচন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এ বিষয়ে কথা হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘এই মামলা পিবিআইতে স্থানান্তর করার জন্য পিবিআই প্রধানের সঙ্গে কথা বলেছি। বর্তমানে মামলার তদন্তের দায়িত্বে থাকা পিবিআই কর্মকর্তার সঙ্গেও কথা হয়েছে। তিনি জানিয়েছেন তদন্তের বিষয়টি একটু সময় সাপেক্ষ, তবে কাজ চলছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১১ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪