Ajker Patrika

জবি শিক্ষার্থী আকবর হত্যার কিনারা হয়নি এক বছরেও

জবি প্রতিনিধি
জবি শিক্ষার্থী আকবর হত্যার কিনারা হয়নি এক বছরেও

দেশব্যাপী আলোচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আকবর হোসেনের রহস্যজনক মৃত্যুর ১ বছর পেরিয়ে গেলেও এখনো রহস্য উন্মোচিত হয়নি। মামলার তদন্তে অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন আকবরের পরিবার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আকবর হত্যা মামলার দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন আকবরের পরিবার ও সহপাঠীরা।

মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে আকবরের বড় বোন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী লাবনী খানম আঁখি বলেন, ‘আমার ভাইকে গত বছরের ২৭ আগস্ট চট্টগ্রামের একটি ফ্লাইওভার থেকে ফেলে দিয়ে কে বা কারা হত্যা করেছে তা এখনো বের করতে পারেনি প্রশাসন।’

তিনি আরও বলেন, প্রত্যক্ষদর্শীরা যখন আকবরকে হাসপাতালে নেয় তখন তাঁর কোমরের বাম পাশে ভোঁতা অস্ত্রের আঘাতের গভীর ক্ষত ছিল। লাবনী খানম আঁখি আরও বলেন, ১ বছর পার হয়ে গেলেও অপরাধীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। পুলিশ দীর্ঘদিন সন্তোষজনক কোনো তথ্য সংগ্রহ করতে না পারায় তদন্তভার চট্টগ্রাম পিবিআইকে হস্তান্তর করা হয়। কিন্তু পিবিআই, চট্টগ্রামও এখনো কোনো অগ্রগতি করতে পারছে না।

মানববন্ধনে অংশ নেওয়া আকবরের সহপাঠীরা জানান, আকবরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘ ১ বছরেও হত্যার রহস্য সম্পর্কে ধোঁয়াশা কাটেনি।

সম্মেলনে জবি শিক্ষার্থী ওয়াহিদ ডেনি বলেন, মৃত্যুর ১ বছর পার হলেও আকবর কীভাবে চট্টগ্রাম গেল সেটাই জানা গেল না। অথচ তাঁর ফোন রিসেট দেওয়া হয়েছে, কিন্তু কেন দেওয়া হয়েছে তার সদুত্তর তদন্তকারীরা দিতে পারেননি। আকবরের ফেসবুক আইডি বর্তমানে কে চালাচ্ছে সে বিষয়েও তাঁরা বলতে পারছে না। হত্যারহস্য দ্রুত উন্মোচন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এ বিষয়ে কথা হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘এই মামলা পিবিআইতে স্থানান্তর করার জন্য পিবিআই প্রধানের সঙ্গে কথা বলেছি। বর্তমানে মামলার তদন্তের দায়িত্বে থাকা পিবিআই কর্মকর্তার সঙ্গেও কথা হয়েছে। তিনি জানিয়েছেন তদন্তের বিষয়টি একটু সময় সাপেক্ষ, তবে কাজ চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত