Ajker Patrika

ভোট চুরির অভিযোগ পাঁচ পরাজিত ইউপি সদস্য প্রার্থীর

তালতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২২, ১২: ১৫
Thumbnail image

বরগুনার তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট চুরির করে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে দুইটি সাধারণ ওয়ার্ডের চার ও একটি সংরক্ষিত ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থীরা মানববন্ধন করেছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাঁতিপাড়া এলাকায় চার প্রার্থী ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। দুই ওয়ার্ডের প্রায় শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে উপস্থিতি ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ইব্রাহিম বিশ্বাস, পনু মৃধা, দেলোয়ার হোসেন, হানিফা এবং ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী গোলাম মোস্তফা, ইসমাইল বিশ্বাসসহ বীর মুক্তিযোদ্ধা ইউনুচ বিশ্বাস, চুন্নু মৃধা, ইদ্রিস হাওলাদার, হানিফ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিষয়ে সোনাকাটা ও নিশানবাড়িয়া রিটার্নিং কর্মকর্তা শাহদাৎ হোসেন বলেন, ইভিএম নষ্ট হতে পারে তবে ভোট চুরি করার কোনো সুযোগ নেই। মেশিন নষ্ট হয়েছে কিনা খোঁজখবর নিয়ে জানা যাবে। এ বিষয়ে প্রার্থীদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে নির্বাচনী আদালত মামলা করতে পারেন। তিনি আরও বলেন, শহিদুল ইসলাম নামের একজন ইভিএম টেকনিশিয়ান ছিল ওই কেন্দ্রে তবে এসবের কিছু করেনি এটা নিশ্চিত। তবুও অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত