Ajker Patrika

বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১২: ৩০
Thumbnail image

সিলেটে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর:

সিলেট: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার নগরীর চৌহাট্টায় রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল চত্বরে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল, সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল, কার্যকরী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমদ, রেড ক্রিসেন্টের উপপরিচালক মো. আব্দুস সালাম, হিসাবরক্ষণ কর্মকর্তা ফারহান আমির জামান, কর্মকর্তা পার্থ সারথি দাস, সাবেক যুব প্রধান ও কোভিড-১৯ রেসপন্স টিমের সমন্বয়ক মো. নাজিম খান, আতিকুর রহমান নগরী, যুব রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য পলাশ গুন, মো. মোস্তফা আহমদ, মেহেদী হাসান সুমন, ইয়া সুলতানা মৌসুমী প্রমুখ।

এদিকে মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ৯৭/৯৯ সিলেট চ্যাপ্টারের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নগরীর তাঁতীপাড়ায় এইডেড হাইস্কুল মাঠে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৯৭-৯৯ সিলেট চ্যাপ্টারের শিক্ষার্থী ডা. আরমান আহমদ শিপলু, মো. হামিদ হোসেন রিপন, নাজিম উদ্দিন পান্না, ফকরুল ইসলাম মারুফ, রফিকুল ইসলাম, মাজেদুল ইসলাম মিশু, কামরুজ্জামান আরমান, আবিদ হোসেইন।

জৈন্তাপুর: জৈন্তাপুর উপজেলার দুই ইউনিয়নে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে দরবস্ত ও জৈন্তাপুর ইউনিয়নের অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ। এ সময় দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, ইউপি সদস্য শওকত আলী, হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বালাগঞ্জ: দক্ষিণ সুরমা উপজেলার সমাজসেবামূলক সংগঠন তরিকুন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে গত শনিবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান যুক্তরাজ্যপ্রবাসী সুহেল আলীর অর্থায়নে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। মোগলাবাজারের একটি কমিউনিটি সেন্টারে প্রায় সাড়ে ৩০০ নারী, শিশু এবং বয়স্ককে বিভিন্ন রকমের শীতবস্ত্র দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের বাংলাদেশ টিমের প্রতিনিধি মতিউর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, ফাউন্ডেশনের যুক্তরাজ্য টিমের সদস্য আশরাফ সিদ্দিকী, বাংলাদেশ টিমের প্রতিনিধি ডা. রিয়াজ আহমেদ জাকির, কবির আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত