Ajker Patrika

নানা আয়োজনে বড়দিন উদ্‌যাপন

মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধি
নানা আয়োজনে বড়দিন উদ্‌যাপন

নানা আয়োজনে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদ্‌যাপিত হয়েছে। দিনটি উপলক্ষে খ্রিষ্টান পল্লিগুলো সাজানো হয় বর্ণিল সাজে। বাড়িতে বাড়িতে টাঙানো হয় তারক বাতি। পাড়ায় পাড়ায় তৈরি হয় গোশালা। বাড়িতে আয়োজন করা হয়েছিল হরেক রকম খাবারের। গত শুক্রবার রাতে খ্রীষ্টযোগের মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের মূল আনুষ্ঠানিকতা।

গতকাল শনিবার সকাল ৮টায় উপজেলার বল্লভপুর ইম্মানূয়েল চার্চে যিশুর ভোজের মধ্য দিয়ে শুরু হয় প্রার্থনা। দুপুর পর্যন্ত চলে এ প্রার্থনা। এ ছাড়া প্রার্থনা হয়েছে ভবেরপাড়াসহ জেলার ২৯টি গির্জায়। প্রার্থনা শেষে কীর্তন গানের মধ্য দিয়ে গোশালাগুলো পরিদর্শনে বের হন উপাসনাকারীরা।

কুষ্টিয়া অঞ্চলের ডিনারী সম্পাদক রিন্টু সরকার বলেন, ‘গত দুবছর করোনার কারণে বড়দিনের আনুষ্ঠানিকতায় ভাটা পড়ে। তবে এবার তেমন কোনো বিধিনিষেধ না থাকায় দিনটিকে ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।’ তিনি জানান, বড়দিন উপলক্ষে বল্লভপুর মাঠ প্রাঙ্গণে সাত দিনের মেলার আয়োজন করা হয়েছে। রয়েছে ক্রীড়া প্রতিযোগিতাও।

স্কুলছাত্রী ঐশী মণ্ডল বলে, ‘যিশুর কাছে প্রার্থনা করেছি করোনা মহামারি দূর হয়ে আমরা যাতে সবাই স্কুলে যেতে পারি। পুরোটা বছর যেন সুস্থ থাকি। এ ছাড়া শিক্ষা–দীক্ষায় সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি।’

বল্লভপুর চার্চের পুরোহিত দীপক উজ্জ্বল বিশ্বাস বলেন, ‘এবার ওমিক্রন আতঙ্কে স্বাস্থ্যবিধি মেনে বড়দিন পালন করার চেষ্টা করেছি। যিশুর কাছে প্রার্থনা করেছি, পুরো বিশ্ব যাতে করোনামুক্ত হয়। সব ধর্মের মানুষ যেন পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারেন। নিজেদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

সিটি করপোরেশন হচ্ছে সাভার

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

বিএনপির ক্লাবঘরে হামলা: জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর

এলাকার খবর
Loading...