Ajker Patrika

কবর খুঁড়েই স্বস্তি তাঁদের

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৩: ৫২
কবর খুঁড়েই স্বস্তি তাঁদের

ঢাকার কেরানীগঞ্জে একদল স্বপ্নবাজ তরুণের হাত ধরে প্রতিষ্ঠিত হয় দারিদ্র্য বিমোচন গ্রুপ (ডিবিজি)। গ্রুপটি দারিদ্র্য বিমোচন, শিক্ষা প্রসার, মানবসেবা, চিকিৎসা, খেলাধুলা ও রক্তদান কর্মসূচির উদ্দেশ্য নিয়ে সূচনা হয়। তবে এখন কবর খোঁড়া ও কবরস্থান পরিষ্কার করা এ গ্রুপের সদস্যদের নেশায় পরিণত হয়েছে।

জানা যায়, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় ডিবিজি। এরপর থেকে ১৩টি কবরস্থান ২২ বার পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন গ্রুপের সদস্যরা। এ ছাড়া গ্রুপের পক্ষ থেকে খোঁড়া হয়েছে ২৯টি কবর। গ্রুপের অর্থায়নে কবরস্থানে লাইটিং করা হয়েছে।

গ্রুপের সদস্যরা জানান, মূলত এতিমদের নিয়ে বেশি কাজ করে গ্রুপটি। এতিমদের পড়াশোনার জন্য সব ধরনের শিক্ষাসামগ্রী বিতরণ করে। অসহায় পরিবারের মধ্যে ঈদসামগ্রী ও নতুন কাপড় বিতরণ করে। এ ছাড়া এ পর্যন্ত অনেক মানুষকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রয়েছে ডিবিজি ব্লাড ডোনার ক্লাব। এ ক্লাবের মাধ্যমে এ পর্যন্ত ৪৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তবে কবর খোঁড়া ও কবরস্থান পরিষ্কারকরণ সদস্যদের নেশা হয়ে দাঁড়িয়েছে। শুরুতে ২০ জন সদস্য নিয়ে গ্রুপ শুরু হলেও এখন সদস্য ১৮৮।

এ প্রসঙ্গে কথা হলে ডিবিজি প্রতিষ্ঠাতা সভাপতি ইয়ার হোসেন বলেন, ‘১৪ ফেব্রুয়ারি সবাই যখন ভালোবাসা দিবস পালনে ব্যস্ত, তখন আমরা এই দিনটিকে এতিমদের খাবার দিবস হিসেবে পালন করি। দুই শতাধিক এতিম শিশুকে বিরিয়ানি খাওয়ানোর মধ্য দিয়ে আমাদের সংগঠনের কার্যক্রম শুরু করি। আমরা তিন বছর ধরে এই কার্যক্রম চালিয়ে আসছি। এ বছর আমরা পাঁচ শতাধিক এতিম ও মাদ্রাসা শিক্ষক নিয়ে খাবারের আয়োজন করি।’

ইয়ার হোসেন আরও বলেন, ‘আমরা আগেও কবর খুঁড়তাম, তবে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে আরও বেশি কবর খুঁড়েছি। কবরস্থানকে আমাদের আসল ঘর মনে করি। কিন্তু দিনের পর দিন এ ঘর অপরিষ্কার থাকে, কেউ খবর নেয় না। তাই আমরা কেরানীগঞ্জের সব কবরস্থান পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি।’

ছায়াতল স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক ডা. হাবিবুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে তারা বিভিন্ন মানবিক কার্যক্রম করে আসছে। কবরস্থান পরিষ্কার তাদের কাজের একটি অংশ। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশরাফ বলেন, ‘তাদের এসব কাজকে সাধুবাদ জানাই। গ্রুপের পক্ষ থেকে নিবন্ধনের আবেদন করলে আমরা সহযোগিতা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত