Ajker Patrika

তাড়াশে আজ ভোট চার স্তরের নিরাপত্তা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২: ১৬
তাড়াশে আজ ভোট   চার স্তরের নিরাপত্তা

সিরাজগঞ্জের তাড়াশে আজ দুটি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট। নির্বাচন ঘিরে ওই দুই ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থা চার স্তরের নিরাপত্তা বেষ্টনী বলয় সৃষ্টি করেছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সপ্তম ধাপের বারুহাস ও মাধাইনগর দুটি ইউপিতে নির্বাচন হচ্ছে। এ নির্বাচনে দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন আর সাধারণ ইউপি সদস্য ৭৪ জন এবং সংরক্ষিত নারী আসনে ২৪ জন ইউপি সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া উপজেলার দুই ইউনিয়নে ১৮টি ওয়ার্ডে ২০টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।

ওই দুই ইউনিয়নে ২০টি ভোটকেন্দ্রে ৩২ হাজার ৮১৩ জন নারী-পুরুষ নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। বারুহাস ইউনিয়নে পুরুষ ভোটার সংখ্যা ৯ হাজার ৭২৩ জন, নারী ভোটার ৯ হাজার ৬৩৫ জন।

অপরদিকে মাধাইনগর ইউপিতে পুরুষ ভোটার ৬ হাজার ৬৭৫ জন আর নারী ভোটার ৬ হাজার ৭৮০ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় বলেন, নির্বাচনে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। সে জন্য গতকাল নির্বাচনী সরঞ্জাম ২০টি কেন্দ্রে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত